আজ ঝড় হোক, ঝড়ে মুছে যাক-
যত ভ্রান্তি ঐ চেহারায়,
হুট তোলা ঐ রিক্সায়,
কিছু স্পর্শ, তবু শিহরায়!আজ যাক হারিয়ে প্রেমিকের দল,
কে কি বলে সেটা থাকনা
প্রেমিকার হাতে হাত, আজ যদি ছুটে যায়,
তবে যাকনা...ছিঁড়ে যাক যত দুর্বল সুতো,
এ ঝড়ই সেই ঝড় নয়,
সেই ঝড় যদি আসে, কে দাঁড়াবে পাশে,
ভেবে কিঞ্চিত মনে ভয়ও হয়!
আজ উৎসব কর বাঙালি, উৎসব শত হর্ষের_অভ্যর্থনা জানাই বন্ধু, শুভেচ্ছা নববর্ষের!!
CZYTASZ
ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবে
Poezja(highest rank #1) কবিতা হয়ে নয়, শব্দগুলি গল্প বলুক, ঐরাবতীর গাঁয়.... গল্প হয়ে নয়, অল্প কিছু শব্দ, বাকি- অলিখিতই প্রায়।