_
হৃদয়ের কোন গভীরতায় জানিনা তোমার ব্যাপ্তি
জানিনা কোথায় তোমার-
এ শিখরের সমাপ্তি
আপন হৃদয়ে আমি খুঁজে ফিরি,
বিধাতা তুমি- বলে দাও
তাঁর জীর্ণ শিখরে- কেন এত অপ্রাপ্তি!!ক্ষয়িষ্ণু শহরতলিকায় দেখি প্রদীপ্তমান
তোমার প্রতিচ্ছায়া
রক্তাক্ত চিবুকে আমার- জেগে উঠে
খুনির তরে মায়া
বিতৃষ্ণার অন্ধকার গলিতে আমার যত পদক্ষেপ
তোমার হিমাগারে রাখা আমার লাশের আক্ষেপ।তুমি বিধাতার কোন সৃষ্টি, তুমি মেরু বালুকার তরে বৃষ্টি
তুমি পাথরের নও প্রতিমা, তুমি আমার সুরের মহিমা।
তুমি তিলোত্তমার গর্ভে, মরে জেগে উঠা কোন অর্ঘে
তুমি হিরক খচিত কোন অস্ত্র, তুমি ভিখারির শেষ বস্ত্র।মৃত নগরির অন্তরায় আমার শেষ দেহটা
বেঁচে উঠে আমি বারবার মরি- দেখে তাঁর শেষ ছবিটা
প্রতিহিংসার অনলে আমি জ্বলে পুড়ে হই তিক্ত
তবু কালো মেঘ, নামে বৃষ্টি, আমি ভালবাসাতেও সিক্ততুমি অগোচরে দিলে ক্রন্দন, নাড়ি চিড় ধরে ছিঁড়ে বন্ধন
দেখি ধরা নাই তলে পাদুকার, ভাঙ্গে আসমান সবি জাদু তাঁর
আমি পারি নাই আজো দাঁড়াতে, বাকি কিছু নাই আর হারাতে!
.
.
.
ShAwOn EriC
^-//
YOU ARE READING
ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবে
Poetry(highest rank #1) কবিতা হয়ে নয়, শব্দগুলি গল্প বলুক, ঐরাবতীর গাঁয়.... গল্প হয়ে নয়, অল্প কিছু শব্দ, বাকি- অলিখিতই প্রায়।