উড়ন্ত যত পতঙ্গের মত- তুমিও হবে বাধাহীন,
গুটি দেহ ভেদ করে-মুক্ত হবে প্রজাপতি।
ইন্দ্র ধানুস ফেলবে ডানায়- রঙিন কিছু অর্বাচীন,
গিরি দেবে পাড়ি, হয়ে- জোনাক পোকার দলপতি।সেদিন হবে- আবার তোমার- নতুন করে জন্ম,
ঘুমটি যাবে ভেঙে তবু, স্বপ্ন দেখার জন্য-
গগন গিরি উঠবে রেঙে, ভাঙবে দড়ির বর্ম,
বাজুক সেদিন মনের খাতায় পদ্ম পাতার মর্ম।বৃষ্টি মাঝে কান লাগিয়ে শুনতে মেঘের ক্রন্দন,
হয়তো সেদিন ভাঙবে কিছু মরচে পড়া বন্ধন।
মরচে ধরা হৃদয় মাঝেও থাকবে সুরের গন্ধ,
সেই সুরেতে বাঁধবে বাসা চড়ুই যে সে অন্ধ।মাটির গড়া ঘরেও আমার- পাতার বাঁশি বাজবে,
হয়তো কারো প্রত্যাশাতে নতুন করে সাজবে!নতুন করেই জন্ম হোক... শেষ থেকে হোক শুরু।
১৩।০৫।২০২০
11:50 pm
YOU ARE READING
ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবে
Poetry(highest rank #1) কবিতা হয়ে নয়, শব্দগুলি গল্প বলুক, ঐরাবতীর গাঁয়.... গল্প হয়ে নয়, অল্প কিছু শব্দ, বাকি- অলিখিতই প্রায়।