আর কত প্রতীক্ষা

87 3 4
                                    

বলো আর কোন,
আর কোন সেই উপত্যকা
পাড়ি দেবো তারে খুঁজতে!

যাবো এভারেস্ট হয়ে মুকাদ্দাসে
বিধাতার প্ল্যান বুঝতে...!

বিশ্বাস করে ধবংস হবো,
বরবাদ হয়ে নিঃস্ব,
আমি ছোটলোক হবো তোমার প্রেমেতে,
তাকিয়ে দেখুক বিশ্ব।

নাই যদি বাজে প্রণয়ের বীণা,
হয়ে গাংচিল, ছুটি মৌবন,
তার অপেক্ষাতে ধরেছি যে বাজি,
সুশোভিত এই যৌবন

ধূসর সোনালী কাব্যে, তুমি ভালোবাসা হয়ে থাকবেOù les histoires vivent. Découvrez maintenant