মানিব্যাগের ভাঁজ থেকে ক্রেডিট কার্ডটি বের করতে করতে আমি শনের দিকে তাকালাম। সন্দিগ্ধ কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম‚
“সেরেন তোমার পরিচয় সম্পর্কে কোন কিছু সন্দেহ করতে পারবে না তো?”জবাবের পূর্বে শন তার দাঁতগুলো বের করে হাসল। নেতিবাচক মাথা নাড়িয়ে সে প্রাণবন্ত সুরে উত্তর দিল‚
“কখনো না। ভাইয়া‚ তুমি নিশ্চিন্ত থাকো। সেরেনের সাথে পরবর্তীতে আমার সাক্ষাৎ বা কোন প্রকার যোগাযোগ হলেও আমি বিশ্বাসযোগ্য অবাস্তব কাহিনি ঠিক বুনতে পারব।”“তাই যেন হয়।”
আমি দুই আঙ্গুলের মাঝে গোল্ডেন ক্রেডিট কার্ডটি চেপে ধরে শনের দিকে এগিয়ে দিলাম। ক্ষণিকের জন্য চিন্তান্বিত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করতে লাগলাম। অতঃপর আম্ভরিক কণ্ঠস্বরে তাকে পুনরায় সতর্ক করে বললাম‚
“সেরেন যেন কোনমতে জানতে না পারে যে তুমি আমার ছোট ভাই।”চোখ সরিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকালাম। মেইলবক্স চেক করতেই একটি ভিডিও আমার দৃষ্টি আকর্ষণ করল। আমি তা চালু করে দেখার জন্য মনোনিবেশ করার চেষ্টা করলাম। কিন্তু শনের জন্য আমি ব্যর্থ হলাম। সে একই বাচ্চাসুলভ ও প্রাণবন্ত কণ্ঠস্বরে উচ্চারণ করল‚
“যেন সেরেন তোমার পরিচয় জানে? তাছাড়া আমি সারাক্ষণ সেরেনের চারপাশে ঘুরঘুর করি না। যদি কোন তথ্য সেরেনের নিকট ফাঁস হয় তবে তুমি এজেন্ট ব্লু এবং এজেন্ট এলেভেনকে জিজ্ঞাসাবাদ করতে পারো।”“শন!”
যদৃচ্ছভাবে বিরক্তিকর এক শব্দ উচ্চারণ করে তীক্ত দৃষ্টিতে শনের দিকে তাকালাম। নিজ ঠোঁটে তর্জনী আঙ্গুল চেপে তাকে চুপ থাকার জন্য ইশারা করলাম।
“এবার চুপ করো।”খানিকটা চকিত হলো শন। আমি দেখলাম তার চোখজোড়া কিঞ্চিৎ প্রসারিত হলো। সে নিশ্চুপ বসে থাকার সিদ্ধান্ত নিল। আমি এজেন্ট ব্লু এবং এজেন্ট এলেভেনের মূল পরিচয় প্রকাশে অনিচ্ছুক।
আমি দৃষ্টি পুনরায় ল্যাপটপের দিকে স্থির করলাম। ভিডিও পস থেকে প্লে করে পুনরায় দেখতে লাগলাম। টিনেজ বয়সী মেয়ের আর্তচিৎকার শুনে শন দ্রুত নিজ অবস্থান ছেড়ে আমার পেছনে এসে দাঁড়াল। সে কৌতূহলী ও উদ্ভ্রান্ত হয়ে আমি যেই ভিডিওটি দেখছিলাম তা দেখতে লাগল।
YOU ARE READING
শ্বাপদসংকুল
Mystery / Thrillerঅপরিচিত নাম্বার থেকে একের পর এক ম্যাসেজ পেয়ে চিন্তিত হয়ে পড়ে সেরেন। ম্যাসেজে অজ্ঞাত ব্যক্তি অদ্ভুত তাকে সম্বোধন করতে একটি নাম ব্যবহার করে। এরপর পরিচিতদের সাথে একের পর এক অপ্রত্যাশিত দূর্ঘটনা ঘটলে সেরেন দুশ্চিন্তায় জর্জরিত হয়ে উঠে। কিন্তু ভয়ার্ত নয়।...