টয়লেটের ইন্টারকমের স্পিকোফোন অন করতেই, রিনকির গলা ভেসে এলো – “আপনার স্নান কি শেষ হয়েছে?”
“না, কেন?” – কাপা কাপা গলায় বললো দেবাংশু, এই বুঝি মহিলা কোনো কুপ্রস্তাব দেয়।
“শুনুন না, আপনার বাড়ি থেকে অনেকবার ফোন আসছিলো। আমি শেষে রিসিভ করলাম। আপনার মিসেস জানালেন, আপনার মায়ের শরীরটা খারাপ, আপনাকে এক্ষুনি বাড়ী যেতে বললেন।“– এক নিশ্বাসে কথাগুলো বলে ফেললো রিনকি।
মায়ের শরীর খারাপ! আবার কি attack হলো! মায়ের বয়স এখন ৬৫। এমন কিছুই বয়স নয়। কিন্তু মায়ের হার্টের অবস্থা ভালো নয়। Already একটা mild attack হয়ে গিয়েছে। Fortis-এর ডঃ সিদ্ধার্থ চ্যাটার্জির কাছে regular check up করানো হয়। Family Doctor ডঃ নির্মল সান্যালও regular pressure check করে যান। মা আসলে খুব tension নিয়ে নেন, অকারণে। ছোটবেলা থেকেই দেখেছে সে। ডাক্তাররা বারবার বারণ করেছে মাকে tension না নিতে। কে শোনে কার কথা!
গায়ে জল ঢালে নি তখনো। সবে পিনকির কথা মনে করতে করতে হস্তমৈথুন করে ফ্যাদা ফেলেছে। এখনো ফ্যাদাগুলো পড়ে রয়েছে টয়লেটের ফ্লোরে। তাড়াতাড়ি জল ঢেলে ফ্লোরটা পরিস্কার করে। স্নান করবে না সে। জামাপ্যান্ট পড়ে বাইরে বেরিয়ে আসে সে।
টয়লেটের বাইরেই অপেক্ষা করছিলো রিনকি। মোবাইল এবং ল্যাপটপ কেস দেবাংশুর হাতে ধরিয়ে দিয়ে বললো, “আমি কিন্তু আপনার মিসেসকে বলেছি, আপনি ভিপি সাহেবের সাথে জরুরী meeting করছে। মোবাইলটা আমার কাছে ছেড়ে গেছেন। আচার্য্য সাহেব, মিটিঙের সময় মোবাইল বেজে উঠলে, খুব অসন্তুষ্ট হন“। বুদ্ধিমতি মহিলা। তার হোমফ্রন্টে ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দিলো। রিনকির গাল একটু ছুঁয়ে, একটা কৃতজ্ঞতার হাসি ছুঁড়ে দিয়ে, একরকম দৌড়ে বেরিয়ে গেলো দেবাংশু।