#6

288 28 6
                                    

#Journey

#

জাফার বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে,ওদিকে জেসমিন হাপুসহুপুস করে শ্বাস নিচ্ছে।তার উত্তেজিত হয়ে যাওয়া দেখে জাফার বুঝতে পারছে না কি করবে।ও শুধু অস্থির ভাবে কি যেন খুঁজছে,ওর মনে হচ্ছে অক্সিজেনের অভাবে বুক ফেটে যাবে।হাতড়ে হাতড়ে জেসমিন ইনহেলার বের করে দ্রুত মুখের কাছে আনে,আর বুক ভরে নিঃশ্বাস নেয়।কিছুক্ষণ পর ধীরে ধীরে শান্ত হয় ও,জাফারও স্বস্তির নিশ্বাস ফেলে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে জাফার থমথমে চেহারায় জিজ্ঞাসা করে,
"আপনি কি রুবায়েতকে খুন করেছিলেন?"

জেসমিন এক্টা তাচ্ছিল্যের হাসি হাসে।মুখ বাঁকা করে বলে,
"একটা কথা সবসময় মাথায় রাখবেন,শয়তান কখনো এত সহজে মরে না! রুবায়েতের মত শয়তানও মরেনি।আমি যখন ওর মাথায় আর গলায় মারলাম,তখন ভাগ্যক্রমে সেটা কোন রগে বা শিরায় লাগেনি,মাসেল ছিড়েছে।ওকে মারার পরও ওর জোর কমেনি,তবে হাত আলগা হয়ে গিয়েছিল। আমি ধাক্কা দিয়ে সোফা থেকে ফেলে দিতেই ও আমার পা চেপে ধরে। ওকে লাথি মারতেই আমার জামা ধরে টান দেয়,ওর রক্তের সাথে আমার জামা তাই কিছুটা মাখামাখি হয়ে যায়।তবুও কোনোমতে আমি ওকে ঠেলে ফেলে উঠে দরজার কাছে যাই,সেখানে চাবি নেই।চাবিটা ও পকেটে ঢুকিয়ে রেখেছিল। ওর পকেট থেকে চাবি নিতে গিয়ে দেখি ভালোই রক্ত পড়ছে।একবার ভেবেছিলাম ধরব,পরেই একটা লাথি দিয়ে দৌড়ে পালিয়েছি।

আমাকে রক্ত মাখা কাপড়ে পালাতে দেখে এক ওয়ার্ড বয়ের সন্দেহ হয়।সে রক্তের দাগ খুঁজে খুঁজে আমাদের সেই রুম বের করে,সেটা খোলা পেয়ে রুবায়েতকে দেখে ওকে সবাই মিলে উদ্ধার করে। আমি ততক্ষণে পালিয়ে যাই।পালিয়ে কোনোমতে বাসায় আসি,তখন দুপুর প্রায় শেষের দিকে।ভাগ্য ভাল যে বাসায় কেউ ছিল না,তাই বাসায় নিজের ঘরে ঢুকেই কাপড় বদলে গোসলে ঢুকে যাই। আমি তখনও বুঝতে পারছি না,কি হল আমার সাথে!আমি...আমার সব স্বপ্ন এভাবে ভেঙে যাবে,গুড়িয়ে যাবে,এটা আমার কল্পনাতীত ছিল!শাওয়ার ছেড়ে কাঁদতে কাঁদতে আমি বসে পড়ি।

খুব বাজে অবস্থা ছিল আমার।এত বড় শক তখনও আমি হজম করতে পারছিলাম না,মনে হচ্ছিল কোন দুঃস্বপ্ন থেকে উঠে এসেছি,রুবায়েত এরকম করতেই পারে না!কাঁদতে কাঁদতে এক সময় যখন হুঁশ হল, তখন মনে হয়, ও আবার মরে যায় নি তো? হোটেলের মানুষজন তো আমাকে দেখেছে,সিসিটিভির ফুটেজ থেকে ছবিও বের করতে পারে!হাত পা ঘামছিল খুব,কি করব,কাকে বলব,কার কাছে আশ্রয় চাইব,কিছুই বুঝতে পারছিলাম না।এভাবেই কয়েক ঘন্টা পার হয়,আর আমিও স্ট্রেস নিতে না পেরে মাথা ব্যথায় অস্থির হয়ে আস্তে করে বিছানার একপাশে ঘুমিয়ে পড়ি।

Journey (Completed✅)Opowieści tętniące życiem. Odkryj je teraz