#Journey
#৮
সাবিনার নাম্বারে রিঙ হচ্ছে,কিন্তু ওপাশ থেকে শুধুই টুট টুট রিঙিং টোন বাজছে,কোন মানুষের কন্ঠস্বর শোনা যাচ্ছে না।আরো দুতিনবার ডায়াল করার পরও যখন সাবিনা কল রিসিভ করে না,তখন জেসমিন জাফারের দিকে তাকিয়ে একটা হাতাশ ভাব মুখে ফুটে উঠে।যেন জিজ্ঞাসা করছে,এখন কি করব?
"আপনি এক কাজ করেন,উনাকে ফোনে,ফেসবুকে,কয়েক যায়গায় মেসেজ করে রাখুন।আর যাই হোক, মেসেজ দেখে তো সে ইগ্নোর করবে না"
"ভাল কথা বলেছেন!"
জেসমিন ব্যস্ত হয়ে যায় সাবিনাকে মেসেজ করতে।ওদিকে আকাশ কালো করে রাত নেমে গেছে।জেসমিনের অস্থির অস্থির লাগছে,যে কাজে ঘর থেকে বের হয়েছে,তার সুরাহা হবে তো?
"জানেন,এই ছেলে রাইফ আমাকে আদৌ পছন্দ করে কিনা আমি তো বুঝতে পারছি না।এখন কি করলে শিওর হওয়া যায়?"
"মমমমম... আমার মনে হয় সরাসরি জিজ্ঞাসা করাই ভালো হবে।শুধু শুধু রাখ ঢাক করে লাভ কি?আর আজকাল মেয়েরাও ভালোবাসা নিবেদনে ছেলেদের থেকে পিছিয়ে নেই।তাই মেয়ে হয়ে যদি আপনি বলেন,তাতে ক্ষতি কি?"
"কি যে বলেন না আপনি! আমি আর প্রেম নিবেদন?তাও এত পুরনো বন্ধুর কাছে?!অসম্ভব!"
"আচ্ছা,তাহলে আরো উপায় আছে অবশ্য..."
"যেমন?"
"আপনি উনাকে বলতে পারেন,আপনি বিয়ে করেন নি,আর করার ইচ্ছাও নেই।তবে কেউ আপনাকে পছন্দ করলে সেটা ভেবে দেখবেন।তখন খেয়াল করবেন তার মুখের এক্সপ্রেশন কেমন, সে কি করছে,চাহনি কেমন। যদি সেও আপনাকে পছন্দ করে থাকে,তবে মুখে কিছু বুঝা না গেলেও পরবর্তীতে সে কিছু একটা করবে"
"বাহ!কেয়া বাত হ্যায় জাফার ভাই!তুছছি গ্রেট হো!"
"হা হা হা!"
জাফারের হাসিটা সব জায়গায় ছড়িয়ে পড়ে।দুজন মিলে কিভাবে রাইফকে কি কি বলা যায় সে নিয়ে প্ল্যান বানায়।রাইফ এখন কোন এলাকায় থাকতে পারে,কি করছে এখন,ওর পছন্দ কি কি,এসব নিয়েই গবেষণা করতে থাকে।মূলত ওদের দুজনের কথা বলার মূল বিষয় 'রাইফ'!!
YOU ARE READING
Journey (Completed✅)
Mystery / ThrillerA walkway to destiny... ইটালিতে থাকা জেসমিন আয়াজ তার জীবনকে নতুন রূপে সাজাতে,নতুন মোড় নিতে শুরু করে "জার্নি"। এই জার্নি তাকে নিয়ে যায় আরেক জার্নির পথে,সেখান থেকে আরেক জার্নিতে।একের পর এক জার্নিতে তার জীবন বদলে যায়।জার্নিই তাকে নিয়ে যায় তার এমন গন্তব...