#Journey
#৩৩
রাইফ জেসমিনের কথা শুনে শিষ দেয়।
"চার বিলিয়ন ডলার!! Are you serious? মানে মিলিয়ন বলতে গিয়ে বিলিয়ন বলো নি তো?"
জেসমিন দুপাশে জোরে জোড়ে মাথা নাড়ায়।"উহু,কক্ষণো না! এর বর্তমান মূল্য এরকমই হবে!"
"তুমি তো অনেক বড়লোক!আমাদের তো আজীবন আর কোন কাজ করতে হবে না,তোমার এই হীরে দিয়েই কয়েক জেনারেশন পার হয়ে যাবে,হা হা হা!! আচ্ছা,এটা কি একটু বেশি বেশি হয়ে গেল না?আমার না ব্যপারটা ঠিক হজম হচ্ছে না!"
"প্রথম শুনে আমিও অবাক হয়েছিলাম,হজম হচ্ছিল না।মা আমাকে হাসপাতালের বেডে শুয়ে যখন এটা জানাল,তখনই আমি অবাক হয়ে গিয়েছিলাম।আমার জন্যে সবচেয়ে শকিং ব্যাপার ছিল এটাই যে মা এত দামী জিনিস আমার জন্য রেখেছে! সবসময় আমরা দুই ভাই বোন,বিশেষত আমি ভাবতাম,মা টাকা ছাড়া আর কিছু বোঝে না।কিন্তু শেষ সময়ে আমাদের ভুল ভেঙে দিয়ে মা চলে গেলেন।মা অবশ্য এত কিছু বলে যেতে পারেন নি।আমাদের কোম্পানির সবচেয়ে পুরাতন একজন স্টাফ আছে,আলম আংকেল ডাকি আমি।উনি আমাকে এত কিছু জানিয়েছেন।মা নাকি আমাকে এই হীরেগুলো দিয়ে একটা হার বানিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সেসবের আগেই ঝামেলা লেগে গেল।আমার মা যে শুধু আমাদের সাথে বেঈমানী করেছিল,তা না,আমার মাও বেঈমানীর স্বীকার হয়েছেন""কে করল?"
"আমাদের অফিসের ম্যানেজার।সে এখন রুবায়েতের কোম্পানির সিনিওর এডভাইজর আর শেয়ার হোল্ডার!হবে নাই বা কেন?এত বড় বেঈমানীর বিনিময়ে মীর জাফার যদি ব্রিটীশদের মন জয় করতে পারে,ঐ নিমকহারাম কেন কিছু পাবে না?!"
"কিন্তু তোমার মায়ের কাছে এত ডায়মন্ড কোথা থেকে আসল?""মা কিন্তু শুরু থেকে খারাপ ছিল,তা না।আগে বাবার ফরেন বিভাগ মা সামলাত।বিদেশী ক্লায়েন্টদের সাথে উঠাবসা,তাদের ম্যানেজ করার সব কাজ মা করত।একবার এক ক্লায়েন্টের ছেলে গাড়ির নিচে পড়তে পড়তে বেঁচে যায় শুধু মায়ের কারণে।বাচ্চাটা যে চলন্ত গাড়ির সামনে চলে গেছে,সেটা মা একাই খেয়াল করে দৌড় দেয়।বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে মায়ের হাত ভেঙে যায়। ঐ বিদেশি মায়ের প্রতি অনেক কৃতজ্ঞ ছিল,তার স্ত্রী মায়ের কাছে এসে অনেক কেঁদে কেঁদে ধন্যবাদ জানায়। তবে টুইস্ট আসে কিছুদিন পর!
YOU ARE READING
Journey (Completed✅)
Mystery / ThrillerA walkway to destiny... ইটালিতে থাকা জেসমিন আয়াজ তার জীবনকে নতুন রূপে সাজাতে,নতুন মোড় নিতে শুরু করে "জার্নি"। এই জার্নি তাকে নিয়ে যায় আরেক জার্নির পথে,সেখান থেকে আরেক জার্নিতে।একের পর এক জার্নিতে তার জীবন বদলে যায়।জার্নিই তাকে নিয়ে যায় তার এমন গন্তব...