#30

187 14 0
                                    

#Journey

#৩০

এভাবেই কেটে গেছে প্রায় একমাস।জেসমিন আর রাইফের দূরত্ব কমেছে? নাহ,আগের মতই আছে,বাড়েও নি,কমেও নি।উন্নতির দিক থেকে একটাই উন্নতি হয়েছে,জেসমিনের মার্শাল স্কিল।ও খুব ডেসপারেটলি এটা শিখছে।একদিন প্র‍্যাক্টিস ক্লাসে অপজিট মানুষটাকে এত এত মারছিল যে মাস্টার থামতে বলার পরও থামছিল না,ঘুষি মেরে যাচ্ছিল,মেরেই যাচ্ছিল।ওকে ধরে জোর করে আলাদা করা হয় তখন।

"ব্যাপার কি জেসমিন!তোমাকে বললাম থামো,তুমি কি কিছু শুনতে পাও নি?!"
"আমি...আমি...'
"কি করেছ দেখ!নাক থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে!এই উনাকে নিয়ে যাও,ব্লাড বন্ধ করতে হবে!আর জেসমিন,তোমার কি কোন শত্রুতা আছে তার সাথে?এত আঘাত করলে কেন!"
জেসমিন চুপ করে মাথা নিচু করে থাকে।লোকটা একটা রুমাল নাকের উপর চেপে মুখ উপরের দিকে ঘুরিয়ে আছে।একজন নার্স এসে তাকে নিয়ে যাওয়ার সময় জেসমিন লোকটার হাত ধরে,
"পাবলো,আই এম সরি।আসলে কি যেন ভাবছিলাম আর ভাবতে ভাবতেই..."
"ইটস ওকে,আমি কিছু মনে করিনি"

ওর মাস্টার রিকার্ডো জেসমিনকে ডেকে বলে,
"আমি খেয়াল করছি দিন দিন তুমি ফোকাস হারাচ্ছ।কেন?এভাবে ফোকাস হারালে খুব বেশি উন্নতি কি তুমি করতে পারবে?"
"সরি মাস্টার"
"সবসময় ফোকাস রাখবে।এটা তো হেরে যাওয়ার সময় না!"
"ইয়েস মাস্টার।"
"এদিকে এসে বসো আমার সাথে।তুমি কি কোন কিছু নিয়ে সমস্যায় আছো?আমার মনে হচ্ছে তোমার ঘুম ভাল হয় না।আমাকে খুলে বলবে কি সমস্যাটা?"
"ফ্যামিলি প্রবলেম মাস্টার"
"কার প্রব্লেম?তোমার?নাকি তোমার স্বামীর?"
"আমার"
"তোমার কি হয়েছে?"
"প্রায় তিন মাস আগে একটা এক্সিডেন্ট হয়েছিল,তাতে আমার খুব কাছের একজনকে হারিয়েছি। তখন জানতে পেরেছিলাম,এটা প্রিপ্ল্যান্ড ছিল।কে শত্রু সেটাও জানি।কিন্তু...আমি কিছুই করতে পারছি না....পারবও না...... আমাদের জীবন রিস্কে আছে,আমার স্বামী এসব জানেনা,আমি তাকে জানাতেও চাই না।আমি এসব নিয়ে খুব চিন্তায় থাকি।এতে আমাদের মাঝে অশান্তিও বেড়েছে....আমি আসলে..."

জেসমিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।রিকার্ডো ওকে সময় দেয় শান্ত হওয়ার।জেসমিনের কান্না বন্ধ হলে রিকার্ডো বলা শুরু করে,
"আমার জীবনটা অনেক কঠিন ভাবে কেটেছে।আমার ছিল সৎ মায়ের সংসার যে কিনা আমাকে কখনও পছন্দ করত না।কারণে অকারণে মারত,খেতে দিত না।একটা সময় আমাকে অনেকেই মারতে চায়।আমার খাবারে বিষও মেশানো হয়েছিল। আমি সেটা থেকেও উদ্ধার পেয়েছি।এর একমাত্র কারণ ঠান্ডা মেজাজ।

Journey (Completed✅)Where stories live. Discover now