#46

231 16 7
                                    

#Journey

#৪৬

প্রান্তের ঘরে বসে সেলিম বারবার টেবিল ল্যাম্প জ্বালাচ্ছে,নেভাচ্ছে।চেহারা দেখে খুব শান্ত মনে হলেও ভেতরটা উথালপাতাল করছে যার ফলস্বরূপ বার বার আঁধার আর আলোর মাঝে বিচরণের চেষ্টা চালাচ্ছে।

এই সময় প্রান্ত ঘরে প্রবেশ করে, ফুফাত ভাইকে বিছানায় দেখে বেশ অবাক হয়।
"ব্রো!এই রাতে এখানে!ঘুমাও নি যে?"
"আসছে না"
"ওহ।তা আমার আবার কোন সাহায্য লাগবে?"
"লাগবে বলেই তো এখানে আসলাম"

প্রান্তের পকেটে পাঁচশো টাকার নোট গুঁজে হাত থেকে একটা কাঠের ফলক এগিয়ে দেয় ওর দিকে।সেখানে লিখা,
"আদর্শ জীবন তো তাই,
যাতে রঙ তুলিতে ফুটে ওঠে মানবতার ছাপ"

প্রান্ত অবাক চোখে সেলিমকে প্রশ্ন করে,
"এটার মানে কি ব্রো?"
"মানে বাদ দে,মানে বের করতে হবে না।আমাকে বলা হয়েছে-
তৃতীয় ক্লু তুই যখন পাবি,তখন দুই আর তিন নাম্বার ক্লু পাশাপাশি রাখবি।তিন নাম্বার ক্লু এর প্রথম শব্দ আর দুই নাম্বার ক্লু এর শেষের শব্দ নিয়ে যে স্থানের নাম পাবি,সেই গ্রামেই আছে চার নাম্বার ক্লু।কিন্তু কার কাছে আছে?সেটা বের করতে হলে তিন নাম্বার ক্লু ভালো করে পড়তে হবে,সেখানেই নামটা বলা আছে।এক্টু খেয়াল করে বের করতে হবে বৈকী!এখন এই কথার সাথে এই যে আগের সূত্র,এটা নে,এটাকে মিলিয়ে পাজল সলভ করতে হবে"

প্রান্ত আগের সূত্রটা হাতে নেয়,সেই গতকালের লিখাটা আছে-
"বিনোদপুরে আছে এক মন্দির,তার ডান পাশে থাকা পুরোহিতের ঘর থেকে ত্রিশ হাত পশ্চিমে এক পুকুর,তার তলায় আছে পরের সূত্র আর গ্রাম"

প্রান্ত বিছানায় বসে সূত্র দুটো পাশাপাশি রাখে আর গাল চুলকে ভাবতে বসে।ওর পাশে সেলিম দাঁড়িয়ে বার বার চুল টানে,ওর আর ভালো লাগছে না এই খেলা।আর ক্লু গুলো পড়ে কিছুই বুঝতে পারছে না,মাঝখান থেকে মনে হচ্ছে যে কতগুলো সময় নষ্ট হলো,টাকাও নষ্ট।বারবার মায়ের প্রতি একটা প্রশ্নই আসছে ওর,আমি কি বাংলা এতই ভাল পারি যে এরকম এক ঝামেলায় ফেলে গেলে???

ভাবনায় ছেদ ঘটিয়ে প্রান্ত বলে,
"ব্রো,তিন নাম্বার সূত্রের প্রথম শব্দ 'আদর্শ' আর দ্বিতীয় ক্লু এর শেষ শব্দ 'গ্রাম'।তার মানে বোঝা যাচ্ছে তোমার এরপরের গ্রাম হচ্ছে 'আদর্শগ্রাম'।আর তিন নাম্বার ক্লুতে যদি কারো নামের কথা বলতে চাও,দুটো শব্দ নাম হয়,একটা হল আদর্শ,আরেকটা তুলি।এখন এর মাঝে কোনটা হবে সেটা বোঝা মুশকিল"
"কিন্তু আদর্শ দিয়ে তো গ্রামের নাম হচ্ছে,তাই না?"
"হুম,কিন্তু তাই বলে যে এ দিয়ে কারো নাম বোঝাবে না,সেই নিশ্চয়তাও তো নেই"

Journey (Completed✅)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ