#Journey
#১৭
রাতে বাসায় ফিরে সব কাজ শেষে জেসমিন বিছানায় যাবার কথা যখন ভাবে,তখন রাইফের কথা মাথায় আসে।ও কি একটা কল দিবে?শুয়েই না হয় সিদ্ধান্ত নেয়া যাবে।বিছানায় গা এলিয়েই দেখে স্ক্রিনে রাইফের নাম।খুশিতে কল রিসিভ করে হাসে,
"কিরে,কেমন আছিস?"
"ভালোই,তুই?"
"খুব ভাল"
"খুব ভাল?মনে হচ্ছে মন খুব ভাল?"
"তা না,কিন্তু মাত্রই তোর কথা ভাবছিলাম, আর এখন তোর কল হাজির।সারাদিন কারো সাথে সেভাবে মন খুলে কথা বলা হয়না,তুই সেটা পূরণ করে দিস।"
"হুম।বহু বছর পর কারো সাথে রাতের বেলা কথা বলার নেশা জেগেছে।তোর সাথে ইদানীং মনে হয় সারা রাতই আড্ডা দিতে পারব!"
"হা হা!মন্দ বলিস নি।সকাল সকাল ঘুম থেকে উঠতে না হলে সারা রাত সত্যিই কথা বলতাম।"
"যতক্ষন কথা বলা যায়,ততক্ষণ বলি?তাতেই হবে।তা বল,আজকের দিন কেমন কাটল?"
"খারাপ না,ভালোই।তবে একটা খারাপ সংবাদ আছে"
"কি!"
"আমি আগামী তিন মাস কোন বড় ছুটি পাচ্ছি না।তাই..."
"তাই সিসিলিতে আসতে পারবি না,তাই তো?"
"হুম"
"আচ্ছা,কি আর করার।ছুটি জোর করে নিতে গেলে তো আবার সমস্যা।এই দেশের মানুষ গুলো ভালোই পরিশ্রমী,এরা ফাঁকিবাজি করে না।এরা কেন,কোন বিদেশীরাই করে না।কিন্তু যত ফাঁকিবাজি সব আমাদের রক্তে"
"আমি কিন্তু ফাঁকিবাজির জন্যে ছুটি চাই নি"
"সেটা তো তুই আর আমি জানি,বুঝি,তোর প্রফেসর বুঝবে?বুঝবে না।সে যাক,এত ভাবিস না।যখন সময় পাবি,তখনই আসবি,সমস্যা নেই।আর একদম মন খারাপ করবি না ছুটির জন্যে,কেমন?"
"ওকে!"এভাবেই রাতভর ওদের কথা চলতে থাকে।প্রতি রাত জেসমিন আর রাইফের ঘরটা তাদের কথায় কথায় মুখরিত হয়,। জেসমিনের কন্ঠ পাখির মত কিচিরমিচির করে।কখনো সে কন্ঠে মেশানো থাকে রহস্য,আর রাইফের রাশভারী কন্ঠে থাকে দুষ্টুমি আর নেশার ছোঁয়া।রাতের অন্ধকার দুজনের কন্ঠে ঢেলে দেয় এক অভেদ্য আকর্ষণ,যে আকর্ষণে প্রতি মুহুর্তে প্রতি রাতে দুজনের মাঝের দূরত্ব ক্রমশ কমে আসে।রাতের অন্ধকারে কি থাকে? রাতের অন্ধকারে থাকে অসীম মাদকতা,যে মাদকতা ছাড়ে না একটি প্রাণকেও।এই রাতেই শুরু হয় ভালোবাসা,এই রাতেই শুরু হয় নতুন জীবন।
YOU ARE READING
Journey (Completed✅)
Mystery / ThrillerA walkway to destiny... ইটালিতে থাকা জেসমিন আয়াজ তার জীবনকে নতুন রূপে সাজাতে,নতুন মোড় নিতে শুরু করে "জার্নি"। এই জার্নি তাকে নিয়ে যায় আরেক জার্নির পথে,সেখান থেকে আরেক জার্নিতে।একের পর এক জার্নিতে তার জীবন বদলে যায়।জার্নিই তাকে নিয়ে যায় তার এমন গন্তব...