#19

234 19 2
                                    

#Journey

#১৯

জেসমিন বুঝতে পারছে না কি করবে,হাসবে নাকি কাঁদবে।দেখে, রাইফ মাঠের মধ্যে এক গাদা ব্লক দিয়ে ওর ছবি বানিয়েছে,তার পাশে ইটালিয়ান ভাষায় আর ইংরেজিতে লিখে রেখেছে,

"এই মেয়েটি হারিয়ে গিয়েছে।কোন সহৃদয়বান ব্যক্তি তাকে খুঁজে পেলে ডাকবেন না,শুধু মুচকি হাসবেন,সে নিজেই চলে আসবে!"

জেসমিন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে।কয়েকজন ওকে লক্ষ্য করেছে,তারা নিজেরা ফিসফিসিয়ে একে অপরকে ধাক্কা দিয়ে দেখাচ্ছে।তার মাঝে সাহসী এক মেয়ে জেসমিনের কাছে এসে অবাক হয়ে প্রশ্ন করে,
"এটিই কি তুমি নও? তোমাকে নিয়ে এই ছেলে এরকম কেন করছে? তোমার বন্ধু নাকি?রাগ করেছ ওর উপর?"
জেসমিন কটমট করে মেয়েটার দিকে তাকায়।মেয়েটা বুঝতে পেরে সরে যায়।

সামনে রাইফ গীটার নিয়ে মাথা নিচু করে একটু বাঁয়ে ঘুরে কি যেন করছিল,জেসমিন আশেপাশের মানুষের সাইড কমেন্ট শুনে বুঝতে পারে, অনেকক্ষণ ধরে এই পাঁজি ছেলেটা গান গাচ্ছিল গীটার বাজিয়ে।রাইফ ঘাড় ঘুরিয়ে উপস্থিত জনতার দিকে তাকায়,তার মাঝে হাঁ করে চেয়ে থাকা জেসমিনকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটায়।যাক!উদ্দেশ্য সফল হল!সিনেমার স্লো মোশন ফুটেজের মত ধীরে চুল ঠিক করে,গীটার হাতে নিয়ে পজিশন নেয়।গুনগুন করে গান ধরে,

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে।
আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে,
শুধু তোমায় ভালোবেসে।
তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে,
ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায় তোমায় ভালবেসে...
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালবেসে।

আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম
পেতে চাইতাম
শুধু তোমার টেলিফোন...
ঘর ভরা দুপুর,
আমার একলা থাকার সুর
রোদ গাইতো, আমি ভাবতাম
তুমি কোথায় কতদূর?
আমার বেসুরে গীটার সুর বেঁধেছে, তোমার কাছে এসে,
শুধু তোমায় ভালবেসে।
আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালবেসে...

Journey (Completed✅)Where stories live. Discover now