#22

238 21 0
                                    

#Journey

#২২

খুব ভোরে পাখির কিচিরমিচিরে জেসমিনের ঘুম ভাঙে।চোখ মেলে দেখে,আকাশ নীলাভ বর্ণ ধারণ করেছে।পাশেই রাইফ শুয়ে আছে বিছানায় ঘাড় বাঁকা করে রেখে ফ্লোরে বসে,ওর বাড়িয়ে রাখা হাতে এতক্ষন শুয়ে ছিল জেসমিন।ঘুমন্ত রাইফকে যে কত সুন্দর লাগছে,সেটা আজ এই প্রথম দেখার ভাগ্য হল ওর।ইচ্ছে হচ্ছে ছুঁয়ে দিতে।চারপাশে তাকাতেই ওর গতরাতের কথা মনে পড়ে যায়।

যখন পুলে নামতে নামতে দুজনেই ভিজে উঠে আসে,তখন ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে রাইফ ওকে নিয়ে ঘরে প্রবেশ করে।এসির বাতাস নাকি আসন্ন ভালোবাসার ঝড়ের আভাসে জেসমিন কেঁপে ওঠে। কিন্তু রাইফ ধরে নেয়,এটা এসির জন্যেই।
"আমি এসি বন্ধ করে আসি?"
"না,থাকুক না"
"তোমার তো শীত লাগছে,ইশ,কি কাজটাই না করলাম,এত সুন্দর ড্রেস শখ করে কিনলাম তোমার জন্য,ভেবেছিলাম এই ড্রেসে তোমাকে দেখব,কিন্তু ভিজিয়ে একেবারে বিতিকিচ্ছিরি অবস্থা! দাঁড়াও,একটা তোয়ালে দেই..."

রাইফ বড় একটা তোয়ালে এনে জেসমিনকে জড়িয়ে দেয়।ওর চুলগুলো হাল্কা মুছে দেয়।
"তোমার শীত লাগছে না?তুমি প্যান্ট শার্ট বদলাবে না?"
"আমি? আমার এত শীত লাগছে না...লাগলেও সমস্যা নেই..."
বলতে বলতেই রাইফ গায়ের টিশার্ট খুলে ফেলে।জেসমিন লজ্জায় নিচের দিকে তাকায়,রাইফের কি লজ্জা শরম সব মরে গেছে?কিভাবে এটা করল...!

সামনে থাকা আরেকটা টিশার্ট তুলে গায়ে পড়ে।ঠিক তখনই ইলেক্ট্রিসিটি চলে গেল! জেসমিন খানিকটা চমকে ওঠে,এটা কি হল!
"এখন হঠাৎ কারেন্ট চলে গেল কেন!"
"কি জানি!বুঝলাম না...দাঁড়াও,টেকনিশিয়ানকে ডাকি..."
"এই না!আমাকে এভাবে অন্ধকারে রেখে চলে যাবা নাকি!আমার ভয় লাগে!"
"এত্ত বড় মেয়ে হয়ে ভয় পাও তুমি?!"
"এইটা তো অপিরিচিত যায়গা,ভয় পাব না কেন?"
"Point to be noted!"
"আচ্ছা,এখানে ক্যান্ডেল নেই?আমরা তো ক্যান্ডেল জ্বালিয়েও কথা বলতে পারি,পারি না?"
"ভাল বুদ্ধি"

রাইফ খুঁজে খুঁজে বের করে দুটো মোমবাতি, যদিও এগুলো পানিতে রাখা ছিল সাজানোর জন্য,আপাতত সেগুলো বোল সহ ওদের সামনে রাখা।বিছানার সামনের মাটিতে দুজন পা ভাঁজ করে বসে পড়ে,সামনে মোমবাতি রাখা। রাইফ জেসমিনের কাছ ঘেঁষে বসে,জেসমিন হাসে।দুজন গল্প শুরু করে,তাতে মিশে থাকে রাজ্যের যত দুষ্টুমি,পাগলামি,হাসাহাসি আর খানিকটা রোমান্স।এসব করতে করতে দুজন যে কে কখন ঘুমিয়ে পড়ে যাচ্ছিল,তখনই জেসমিন রাওফের রাখা হাতে মাথা ঠেকিয়ে কি কি যেন বলছিল,বলতে বলতেই ঘুমের দেশে পগারপার,ওদিকে রাইফ তো আরও আগে ঘুমিয়ে গেছে।

Journey (Completed✅)Where stories live. Discover now