507 27 0
                                    

আমি আবার, আর একটা বার
লেখা #AbiarMaria

তরী ব্লাউজ আর পেটিকোট পরে চুল হাত খোপা করে মেকাপ করছে। ও সাধারণত হালকা একটু কাজল আর লিপস্টিক দিয়েই সাজ শেষ করে দেয়। কিন্তু শ্বশুরবাড়ির দাওয়াত বলে কথা, কম সাজলে হবে কি করে? ও চেষ্টা করছে কাজল কালো চোখ জোড়াকে আরও নিখুঁতভাবে সাজানোর।

ইমরান টয়লেট থেকে স্ত্রীকে ড্রেসিং টেবিলের সামনে এভাবে বসে থাকতে দেখে মনে দুষ্টুমি খেলে গেল। পেছন থেকে কোমরে হাত রাখতেই তরী নড়ে উঠল, আর কাজল চোখের নিচে লেগে গেল। রেগে গিয়ে পেছনে ফেরল ও।
"সমস্যা কি তোমার?! সুন্দর ভাবে সাজতে দিবা না? কি করেছ দেখো এটা!"

ইমরান দুষ্টুমি করে কোমর ধরে নিজের কাছে এনে বলল,
"এভাবে আমার সামনে ঘুরছ কেন শুনি? বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে নাকি নেই?"
তরী উলটো ঘুরে ইমরানের হাত ছাড়ানোর চেষ্টা করল।
"খবরদার, একদম উল্টোপাল্টা চিন্তা করবা না! যাও বিছান্য গিয়ে বসো। আর চোখ বন্ধ করে রাখো!"
"আহ! এত সুন্দরী বউ থাকতে চোখ বন্ধ করে রাখব কেন? আমাকে একটু দেখতে দিবে না সে?"
"শুধু দেখছ তুমি? আমার সাজ ধ্বংস করে দিচ্ছ!"
"আর তুমি তো আমার সংযমের বাঁধ ধ্বংস করছ!"
তরী ছুটে পালিয়ে একটা সুতি ওড়নায় ভালোভাবে নিজেকে পেচিয়ে বলল,
"ওদিকে যাও! যাও!"
স্বামীকে ঠেলে ঠেলে বিছানায় বসিয়ে আবার আয়নার সামনে এসে বলল,
"আরেকবার সাজ নষ্ট করলে আগামী এক সপ্তাহ উপোস রাখব তোমায়! রাতে বউকে ভুলেও পাবা না!"

ইমরান দাঁত বের করে খাটে আধশোয়া হয়ে মাথার নিচে দুই হাত ভাঁজ করে দিল।
"সে রাত আসলেই দেখা যাবে। আমার বউ আবার খুব ভালো মানুষ, স্বামীকে মানা করতেই পারবে না!"
"আমাকে জ্বালালে আমি ছাড়ব না বলে দিচ্ছি! বিয়ের কয়েক দিন হলো মাত্র, এখন এত মানুষের সাথে পরিচয় হবে। সেখানে ভালোভাবে নিজেকে তোমার উপস্থাপন করব, তাড়াতাড়ি যাবো, তা না! শুধু দেরী করানোর ধান্ধা!"

গোলাপি কাতান পরে তরী সেদিন ওর চাচী শ্বাশুড়ির বাসায় গিয়েছিল। সেখানে ঢুকার কিছু পরে ইমরান জিসানকে নিয়ে আসে।
"তরী, এটা হচ্ছে আমার জিসান ভাইয়া। আমার বড় ভাই"
তরী বসা থেকে উঠে দাঁড়ায়।
"আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন?"
"এই তো ভালো আছি। তুমি কেমন আছ?"
"ভালো আছি ভাইয়া"
"তোমার বাসার সবাই কেমন আছে?"
"সবাই ভালো আছে"

আমি আবার, আর একটা বারWhere stories live. Discover now