২২

476 25 5
                                    

আমি আবার, আর একটা বার
লেখা #AbiarMaria

২২

পরদিন সকালে আবার সব স্বাভাবিক। তরীর মা জিসানকে জামাই আদর করছে, তরী আর খেয়া মাকে সাহায্য করছে। দুপুরের খাবার বাইরে খাবে, সেটা আগেই বলা ছিল, তাই তৈরি হয়ে ওরা চারজন বেরিয়ে আসলো। জিসান ওদের নিয়ে একটা বিশাল রেস্টুরেন্টে আসলো। এর বাইরে চেয়ার টেবিল দেয়া আছে, ছোট পানির ফোয়ারা আছে। চাইলে ভেতরেও বসা যায়, সেখানে এসি আছে। জিসান ওদের নিয়ের ভেতরে গিয়ে বসলো। কিছুক্ষণ অপেক্ষার পর ফতুয়া জিন্স পরা একটা মেয়ে ওদের দিকে এগিয়ে আসে। জিসান তাকে দেখে খুশিতে দাঁড়িয়ে যায়, ওরা হাত মেলায়। আনন্দ প্রকাশ শেষে  জিসান তরীর দিকে ফিরল।

"তরী, এ হচ্ছে আমার ছোট থেকে বড় বেলার বান্ধবী, স্কুল প্লাস ভার্সিটির ফ্রেন্ড রোদেলা। দেশের বাহিরে গিয়েছিল একেবারে । আর রোদেলা, আমার ওয়াইফ তরী"

রোদেলা এগিয়ে এসে তরীকে এমন ভাবে জড়িয়ে ধরল যেন ওকে অনেক আগে থেকে চেনে। তারপর আনন্দে উদ্বেলিত হয়ে বলল,
"শি ইজ সো প্রিটি দ্যান পিকচার! কি কিউট বউ তোর মাশাল্লাহ! তোমার কথা অন্নেক শুনেছি জি
সানের কাছে, একেবারে পুরো বর্ণনা! ও ছবি দিতে চায়নি, জোর করে তোমার ছবি নিয়েছি। তুমি ছবির চেয়েও অনেক বেশি প্রিটি!"

তারপর ইশতি আর তন্দ্রার দিকে হাত বাড়িয়ে বলল,
"আল্লাহ! বেবীগুলাও তো কি কিউট! একদম রসগোল্লা দুজন! কাম হেয়ার!"
ইশতি তরীর পেছনে লুকালো, কিন্তু তন্দ্রা সহজেই রোদেলার কোলে চলে গেল। ওরা সবাই এক সাথে বসে লাঞ্চের অর্ডার দিয়ে আড্ডা দিতে থাকলো। বেশিরভাগ কথাই দুই বন্ধু বলছে। এদিকে ইশতি বায়না ধরছে কেবল বের হওয়ার জন্য। কখনো সে সিটের উপর দাঁড়িয়ে যাচ্ছে, কখনো পিছলে টেবিলের নিচে ঢুকে যাচ্ছে। তরী অস্থিরতার সাথে জিসানকে বলল,
"আমি বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরে আসি? খুব জ্বালাচ্ছে ওরা"
"হ্যাঁ যাও, খেয়াল রেখো। আবার খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে"
"সমস্যা নেই। আমি একটু ঘুরে আসি"

তরী বাচ্চাদের নিয়ে বাহিরে হাঁটছে। রেস্টুরেন্টের খোলা যায়গাটায় দুপুরের রোদ ভালোভাবেই পড়ছে। তন্দ্রা মায়ের হাত ধরে হাঁটছে আর ইশতি এদিক ওদিক ছোটাছুটি করছে। তরী মাঝে মাঝে ওকে এদিক ওদিক যেতে নিষেধ করছে। এমন সময় দুম করে একজনের পায়ে লেগে ইশতি উল্টে পড়ে গেল। তরী দৌড়ে এসে ছেলেকে তুলে সরি বলতে গিয়ে সামনের মানুষটাকে দেখে থেমে গেল। ছেলেকে উঠিয়ে দাঁড় করিয়ে দিতেই সামনের দাঁড়ানো লোকটা বলল,
"কি খবর? কেমন আছিস?"
"তুই এখানে?"
"হ্যাঁ, আসতে পারি না। তুই এখানে কার সাথে এসছিস?"

আমি আবার, আর একটা বারWhere stories live. Discover now