২০

454 26 6
                                    

সকালে মুখের উপ্তভেজা ভেজা কিছুর ছোঁয়া পেয়ে জিসানের ঘুম ভাঙলো। চোখ মেলে সে আবিষ্কার করল চারটা দাঁত বের করে হাসতে থাকা তন্দ্রাকে যে কিনা মুখের উপর ঝুঁকে আছে। তন্দ্রা নতুন নতুন চুমু খাওয়া শিখেছে, তবে সেটাকে চুমু না বলে রীতিমতো চেটে দেয়া বলা যেতে পারে। তন্দ্রাকে যদি কেউ বলে, "আমাকে আপ্পা দাও তো?" সে আ আ আ করে একেবারে গাল খেয়ে ফেলার চেষ্টা চালায়, আর লালা দিয়ে মুখ একাকার করে ফেলে। তরীর সাথে এই কাজ সে সবচেয়ে বেশি করে যেহেতু প্রচন্ড আদর পায়। আজ জিসানকে সে এভাবে আদর করে ঘুম থেকে ডেকে তুলছে।

জিসানের মন সকাল সকাল ফুরফুরে হয়ে উঠল। ওর ভাবতেই ভালো লাগছে, এখন থেকে ছেলে মেয়েদের দেখে প্রতিদিন ঘুম ভাঙবে। প্রায় বছর খানেক ধরে সে তরী আর ওদের বাচ্চাদের নিয়ে পরিপূর্ণ একটা সংসারের স্বপ্ন দেখে এসেছে। ইমরানকে ছোট ভাই হিসেবে প্রচন্ড ভালোবাসত। বিপরীত দিকে তরীর প্রতিও তার ভালোবাসা কম নয়। ছোট ভাইয়ের বাচ্চাদের নিজের বাচ্চা বলতে এখন আর কোনো বাঁধা নেই।

ঘুম ঘুম চোখে সে তন্দ্রাকে বুকে জড়িয়ে বাঁ দিকে কাত হয়ে শুলো। তন্দ্রা শুয়ে থেকে ওর চোখের পাতা, চুল টেনে যাচ্ছে। কোথা থেকে ইশতি এসে বলল,
"আমি এখন থেকে আর তোমাকে চাচ্চু ডাকব না, আব্বু ডাকব। আম্মু বলছে, এখন থেকে তোমাকে আব্বু ডাকলে আর বকবে না!"
জিসান হাত বাড়িয়ে ইশতিকে আরেক হাতে বুকে টেনে নিয়ে বলল,
"আমিই এখন থেকে সত্যি সত্যি তোর আব্বু"
"তুমি আমাকে তুই বললা কেন? বাচ্চাদের কেউ তুই বলে?"
"আমি তো আদর করে বলি আব্বু! দেখিস না, তোর দাদীও তো আমাকে তুই বলে"
"কিন্তু তুমি তো অনেক বড়। বড়দেরকে তুই বললে কিছু হয় না। কিন্তু ছোটদের কেউ তুই বলে? আমি তো তন্দা বাবুকে তুই বলি না!"
জিসান ইশতির আত্মসম্মানবোধ দেখে হেসে ফেলল।
"ঠিক আছে মহারাজ! এখন থেকে আপনাকে আপনি করে ডাকা হবে!"
"না! আমাকে তুমি বলবা! বলবা যে, ইশতি, এদিকে আসো। ইশতি, খাও৷ ইশতি, গোসল কর"
"ওরে পাকনা রে!"

তরী এসে দেখল জিসান ইশতির পাকা পাকা কথা শুনে হাসছে আর ইশতি জিসানের পেটের উপর বসে বসে দুষ্টুমি করছে। অন্য দিকে তন্দ্রাও ভাইয়ের সাথে তাল মিলিয়ে অর্থহীন ভাষায় বকবক করছে। সকাল সকাল এই দৃশ্য দেখে ওর বুক ভরে উঠল। এই তো জীবনের সবচেয়ে বড় পাওয়া! মা হিসেবে সন্তানরা বাবা পাবে, বাবার ঘাড়ে চড়ে বসবে, বাবা শক্ত হাতে তাদের সামলে রাখবে, এই তো শৈশব!  যেমনটা ওরও ছিল। অথচ ওর সন্তানেরা পাবে না, তাই কি হয়? বিছানার পাশের কাউচে বসে বসে ওদের খুনশুটি দেখছে ও। জিসান ওর দিকে চেয়ে হাসতে হাসতে বলল,
"আমাদের ছেলে কত দুষ্টুমি শিখে গেছে দেখেছ? ওকে নাকি তুই বলা যাবে না, তুমি বলতে হবে! মহারাজার ভাব দেখেছ!"

আমি আবার, আর একটা বারWhere stories live. Discover now