২৬

456 23 7
                                    

আমি আবার, আর একটা বার
লেখা #AbiarMaria

২৬

সকালে ঘুম ভেঙেও জিসানকে ঘরে না দেখে তরীর কিছুটা চিন্তা হলো। হাত মুখ ধুয়ে দেখলো জিসান চিলেকোঠার ঘরে ঘুমিয়ে আছে। তরী ধীর পায়ে দরজা খুলে সেখানে প্রবেশ করল। জিসান উলটো ঘুরে শুয়ে আছে, বোধহয় ঘুমিয়ে আছে। তরী কয়েক সেকেন্ড ওর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলো, তবে স্পর্শ করে ডেকে দিতে সংকোচ হচ্ছে। এদিক ওদিক তাকিয়ে দেখল ঘরের এক কোণায় অনেক গুলো সিগারেটের ফিল্টার পড়ে আছে, সংখ্যায় বারোটার মত হবে। জিসান কি এক রাতে সবগুলো খেয়েছে? এত স্মোক কেন করছে? টেবিলের উপর ডায়রি পড়ে আছে। তরী ডায়রি হাতে তুলে নিল। সেখানে লিখা-

ইমরান আর তরী জুটি হিসেবে পার্ফেক্ট ছিল। কিন্তু তার মানে এই না যে আমার আর তরীর জুটিও পার্ফেক্ট হবে না৷ বরং সেদিন আমার এক বন্ধু বলল, আমাদের চারজনকে দেখলে কেউ বলবে না ওরা আমার ভাইয়ের ছেলে মেয়ে। তরীও আমাকে পেয়ে সুখীই হবে। আসলেই কি তরী সুখী? আমি সুখী? মাত্র এক সপ্তাহ পার হলো। মানুষ তো জীবনের অর্ধশত বসন্ত পার করেও বলতে পারে না তারা সুখী কিনা। অথচ আমি এক সপ্তাহের মাঝে সুখ তালাশ করছি! সত্যিই, আমি পারিও। তবু জানতে ইচ্ছা হচ্ছে, ইমরান মরে গিয়ে আমার হাতে যে সুখের চাবি দিয়ে গেছে, আমি কি সত্যিই সেই সুখের বাক্স খুলতে পেরেছি? ইমরান না থাকাতে আমার জন্য সহজ হলো তরীকে পাওয়া। আজকে ও থাকলে অবশ্য গল্পটা অন্য রকম হতো!

এইটুকু পড়ার পর তরীর হাত কাঁপতে কাঁপতে ডায়রি পড়ে গেল। ওর মনে হলো, জিসান কি কিছু করেছে ইমরানকে? ইমরানের মৃত্যুটা কি স্বাভাবিক ছিল না? জিসান কি তরীকে পাওয়ার জন্য...

ডায়রি হাত থেকে পড়ে যাওয়ার শব্দে জিসান উঠে বসেছে। তরীকে এই ঘরে আর ডায়রি নিচে পড়ে থাকতে দেখে ও ভীষণ রেগে গেল।
"তুমি আমার ডায়রি ধরেছ কোন সাহসে?! তোমাকে না আমি প্রথম দিনই নিষেধ করে দিয়েছি এখানে আসার জন্য?!"
তরীর ঠোঁট কাঁপছে। জিসান বিছানা ছেড়ে উঠে আসলো, চেহারা আরও হিংস্র হয়ে উঠেছে।
"তুমি অতিরিক্ত সাহস দেখাচ্ছো কেন আমার সাথে, হ্যাঁ?! কি?! এখানে এসে আমার ব্যক্তিগত স্পেস ভায়োলেট করার মানে কি!"

আমি আবার, আর একটা বারDonde viven las historias. Descúbrelo ahora