১৩

475 26 3
                                    

আমি আবার, আর একটা বার
লেখা #AbiarMaria

১৩

দুই সপ্তাহ পেরিয়ে গেছে। জিসান আপাতত নিজের অফিসিয়াল ঝামেলা নিয়ে ব্যস্ত। এর মাঝে ইশতিকে দেখতে যায়নি ও অনেকটা ইচ্ছা করেই। নিজেকে যথাসম্ভব দূরে রাখার প্রয়াস চালাচ্ছে। মাঝে তিনবার ভিডিও কল করে কথা বলেছে, তরীর সাথে একবারও কথা হয়নি, তরীও ভুল করেও কোনো কথা হয়নি। জিসান নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বেশ সফল হচ্ছে বলে ওর ধারণা। তবে তরী সামনে আসলে কিংবা কথা বললে ও নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে জানেনা।

গতকাল ওর মা এসে ঐ বিয়ের সম্বন্ধ নিয়ে কথা বলছিল। মেয়ে পক্ষ আগাতে চাচ্ছে, তবে মনে হচ্ছে মেয়ে রাজী না। জোছনা চাচ্ছে, জিসান যেন ঐ মেয়ের সাথে কথা বলে বা দেখা করে ওর অভিপ্রায় বোঝার চেষ্টা করে একবার। মেয়ের পরিবার মানা করবে না, তারাও চাচ্ছিল ছেলে মেয়ে কথা বলে নিক। জিসান অনেকক্ষণ ধরে মেয়েটার নাম্বার নিয়ে বসে আছে নিজের ডেস্কে, কল দিতে সাহস পাচ্ছে না। একবার মনে হচ্ছে একটু পর কল দিবে, আবার মনে হচ্ছে বের হয়ে কল দিবে৷ ভাবতে ভাবতে ফোনে সেই ভয়াবহ নাম ভেসে উঠল। তরী।

জিসান চাচ্ছিল না রিসিভ করতে, তাই রিং বেজে বেজে কল কেটে গেল। জিসান স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দেয়ার জন্য ফাইল টেনে নিতেই আবার সেটা বেজে উঠল। জিসান ভ্রু কুঁচকে ফোনের দিকে চেয়ে আছে। তরী আবার ফোন দিল কেন? ইশতি জেদ করছে নাকি? ফোন ধরা কি ঠিক হবে? তরীর কন্ঠস্বরের উঠানামা যে ওর হার্টরেট নিয়ন্ত্রণ করে, তার থেকে কি করে সরবে?

ভাবতে ভাবতে আবার ফোন বেজে উঠেছে। নাহ, আর অপেক্ষা করা যাচ্ছে না, নিশ্চয়ই জরুরি কিছু। নাহলে এতবার কেন কল আসবে?
"হ্যালো?"
"আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন?"
"ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছি। তোমরা কেমন আছ?"
"আপনি আজকে ফ্রি আছেন?"
"কেন?"
"একটু বাসায় আসতে পারবেন?"
"কোনো সমস্যা হয়েছে?"
"হ্যাঁ"
"কি সমস্যা?"
"আসলে বলি?"
"আচ্ছা, কিন্তু এখন অন্তত হিন্ট দাও?"
ওপাশ থেকে কিছুক্ষণ নীরব থেকে তরী বলল,
"আপনি কি আম্মা আব্বাকে একটু বুঝাবেন আমার চাকরির ব্যাপারে?"
"কেন? চাকরি নিয়ে আবার কি হলো?"
"আমি চাকরি এখনও ছাড়িনি। এজন্যই যত সমস্যা"
"এখন আমাকে কি করতে হবে?"
"আপনাকে তো আম্মা আব্বা দুজন খুব মানে, সবাই আপনার কথা মনোযোগ দিয়ে শোনে। যদি একটু উনাদের বোঝাতেন...। আমি আসলে উনাদের সাথে প্রতিদিন এত এত কথা আর বলতে পারছি না। উনারা না মানলে আসলে আমার এই বাসা ছেড়ে যাওয়া ছাড়া আমার আর উপায় থাকবে না। আপনি আমার শেষ ভরসা। যদি উনাদের বুঝাতে পারেন, তাহলে তো হলোই। আর নাহলে..."
"ঠিক আছে, আমি দেখছি"

আমি আবার, আর একটা বারDonde viven las historias. Descúbrelo ahora