১৪

427 25 5
                                    

আমি আবার, আর একটা বার
লেখা #AbiarMaria

১৪

দুইদিন বাদে জিসান তরীকে নিয়ে অফিস থেকে গাড়ি নিয়ে রওনা দিল। সারাদিন অফিসে নানান সমস্যা পার করে এখন জিসানের মৌনব্রত সহ্য হচ্ছে না। অনেকবারই জিসানকে প্রশ্ন করে জবাব পায়নি। জিসান কেন চুপ করে আছে? বিরক্ত হয়ে শেষ পর্যন্ত বলল,
"আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন মুখে এভাবেই ম্যারা পিঠা দিয়ে রাখবেন?"
"আমার মুখে তো কিছু নেই, খালি!"
"তাহলে জবাব দিচ্ছেন না কেন? কোথায় যাচ্ছি আমরা?"
"বলেছিই তো, গেলেই দেখতে পাবে। ধৈর্য ধরতে পারছ না নাকি?"
"না, পারছি না। সারাদিন অফিসের প্যারা নিয়ে এখন সাস্পেন্স সহ্য হচ্ছে না"
"ধৈর্য ধরো তরী, ধৈর্য ধরো। বেশিক্ষণ লাগবে না"

বুক পকেট থেকে একটা চকলেটের প্যাকেট বের করে তরীর দিকে বাড়িয়ে দিয়ে বলল,
"চকলেট খাও, আর কুল থাকো"
তরী চকলেটটা নিল, ক্যারামেল ফ্লেভার। জিসান কিভাবে জানে ওর ক্যারামেল ফ্লেভারের চকলেট পছন্দ? নাকি এটা একটা কো-ইন্সিডেন্স? আড়চোখে জিসানকে দেখছে সে, তার চেহারায় কোনো ভাব প্রকাশ পাচ্ছে না। আচ্ছা, জিসান ওর ব্যাপারে এত কিছু কিভাবে জানে? সেদিন প্রফেশনাল হেল্প লাগবে বলতে কি বুঝিয়েছিল? জিসান কি ওকে প্রফেশনাল কোনো কাউন্সিলরের কাছে নিয়ে যাচ্ছে?

কিছুক্ষণ পর তরী উত্তর পেলো যখন দেখলো ওরা একজন প্রাইভেট কাউন্সিলরের তথা মানসিক রোগ বিশেষজ্ঞের বাসার সামনে দাঁড়িয়ে আছে। গাড়ি নিয়ে জিসান বাড়ির গ্যারাজে ঢুকে গেল। গাড়ি এক কোণায় পার্ক করে দরজা খুলে জিসান বেরিয়ে দেখল তরী এখনো গাড়িতে। জিসান দরজা খুলল, তরী তবুও বসে আছে।
"নামবে না নাকি?"
"আপনার কি আমাকে পাগল মনে হয়? মানসিক রোগী ভাবেন আমাকে?!"

তরীর কন্ঠ দু স্কেল উপরে উঠে গেছে, চোখ জ্বলছে। জিসান এক বিন্দুও বিচলিত না হয়ে ওর দিকে হাত এগিয়ে দিল। তরী থাপ্পড় দিয়ে ওর হাত সরিয়ে বলল,
"কি ভাবেন আমাকে? কি? পাগল ছাগল? আব্বা আম্মা আমাকে চাকরি ছাড়তে রাজী করতে পারেনি বলে আপনি আমাকে এখানে নিয়ে এসছেন যেন ভুলিয়ে ভালিয়ে আমাকে চাকরি ছাড়াতে পারেন, তাই না? আপনারা সব একজাতে! সব এক! দিন শেষে একটা মেয়েকে ঘরের ভেতর আটকে রাখতে চান। তার জন্য যে কোনো করতে রাজী আপনারা! যে কোনো কিছু!"

আমি আবার, আর একটা বারWhere stories live. Discover now