১৮

452 25 12
                                    

আমি আবার, আর একটা বার
লেখা #AbiarMaria

১৮

তরীকে অনেকবার বলার পর, অনুরোধের পর শেষ পর্যন্ত পার্লারে নেয়া গেছে। তাও আবার সেখানে সে ব্রাইডাল সাজ দিবে না, সিম্পল সাজ দিবে। জিসানের ছোট দুইবোনের মাঝে নিসাই বেশ ঠোঁট কাটা। সে সবার সামনে বলেই দিল,
"আমার ভাইয়ের কপালই খারাপ! বউকে বউয়ের সাজে দেখার ভাগ্য তার হবে না"
তরী তারপরও নিজের মতামতে অটল থাকলো। কারণ ও এখন দুই সন্তানের মা। ওর এত সাজ মানায় না! মানিয়েছিল যখন ও নববধূ ছিল। আজ সে অন্যের ঘরে নতুন করে যাবে, এই যা। নববধূ নয় সে, পুরাতন বধূ।

তরীকে সিম্পলভাবে যতটা সাজানো যায়, সাজালো। চুল সব গুলো পেছনে নিয়ে বড় করে খোপা করে তাতে সাদা রঙের গোলাপ, জারবেরা আর বেলী ফুলে গুজরাটি বউদের মত করে বিশাল খোপা করে দিল। কপালে টিকলি না দিয়ে পরালো ঝাপটা, কানে টানা দুল, গলায় চোকার আর হাত ভর্তি চুড়ি। তারপর সাদা শুভ্র রঙের পাথরের কাজ করা শাড়ি পরিয়ে দিল। সব শেষে পাথরের কাজ করা আঁচল মাথায় টেনে দিল। তরীর সব সাজ শেষে যখন ওকে আয়নার দিকে ঘোরানো হলো, তখন ও খুব হতাশ হলো। ও চাচ্ছিলো, ওকে যেন ওর আর ইমরানের বিয়ের দিনের চাইতে অনেক সিম্পল লাগে, এখন উলটো হয়ে গেছে। সেদিন সেজেছিল লাল শাড়িতে, আজ সাদা শাড়ি। লালের চাইতে সাদায় ওকে এত বেশি মানাবে, কে জানতো!

ইকরা, নিসা আর নেহার সাজগোজ শেষ। ওরা তরীকে দেখে আনন্দে চোখ বড় বড় করে দেখছে। ইকরা তো বলেই বসলো,
"ভাবী! তোমাকে দেখে তো ভাইয়া মাথা ঘুরে পড়ে যাবে! একদম আকাশ থেকে নেমে আসা পরী মনে হচ্ছে!"
নিসা দুলে দুলে হেসে বলল,
"ভাবীর আর সিম্পল সাজ দেয়া হলো না!"
পার্লারের মেয়েটা বলল,
"আপনাদের ভাবী বোধহয় খুশি হননি। তার কাছে তো ভালো লাগে নি!"
তরী বিরক্ত হয়ে বলল,
"কি করে লাগবে? আমি কি বলেছি এত গর্জিয়াসভাবে সাজাতে?"
নেহা বলল,
"তাতে কি হয়েছে ভাবী? বিয়ের দিন তো একটু সাজা লাগেই!"
"আমার যায়গায় তো তোমরা কেউ নেই, তাই বুঝবে না। সেন্টাকে সবাই আমাকে দেখে বলবে, আমার মনে নতুন করে রঙ লেগেছে! জামাই মরে গেছে তো কি? নাচতে নাচতে নতুন করে আবার বিয়ে বসেছে দেখো"

আমি আবার, আর একটা বারWhere stories live. Discover now