১২

429 26 3
                                    

আমি আবার, আর একটা বার
লেখা #AbiarMaria

১২

জিসানের সকাল সকাল ঘুম ভেঙে গেল। আজকে বেশ গরম, গরমে সকালের মাঝেই সে ঘেমে ঘুম থেকে উঠে গেছে যদিও তার ঘর বেশিরভাগ সময় ঠান্ডাই থাকে। বিছানা ছেড়ে দেখলো, ওর মা রান্নাঘরে কাজের মেয়েকে এটা ওটা দেখিয়ে দিচ্ছে। যেহেতু ওর বাবা অনেক আগে মারা গেছেন, তখন থেকে ইমরানের বাবা আজমলই সব দেখা শোনা করতেন। ৬ বছর ধরে সবকিছু জিসান বুঝে নিয়েছে। শুধু বিশাল বাড়ি থাকলেই তো হয় না, তার সাথে একটা ভালো আয়ের উৎসের প্রয়োজন হয় ভালোভাবে জীবন যাপন করতে। বাড়ির বেশ কিছু অসম্পূর্ন কাজ সে করিয়ে বাসা ভাড়া দিয়েছে। এখন মাস শেষে নিজের বেতনের পাশাপাশি একটা বড় অংশ বাড়ি ভাড়া থেকে আসে।

জিসান ডাইনিং এ এসে পানি খেতে খেতে খেয়াল করল, ওর মা এক ভাড়াটিয়া মহিলার সাথে কথা বলছে। জিসানের উপস্থিতি টের পেয়ে সে কেমন যেন চুপসে কন্ঠ নামিয়ে চলে গেল। জিসান পুরো ব্যাপারটা খেয়াল করল। কিছুক্ষণ পর সেই মহিলা চলে গেলে জিসান মায়ের দিকে এগিয়ে আসলো।
"কি বললেন উনি?"
জোছনা এমন ভাবে তাকালেন ছেলের দিকে, যেন ছেলে এমন ভাষায় কথা বলছে যা তার বোধগম্য নয়। মাথা নেড়ে প্রশ্ন করলেন,
"কি বলবেন উনি?"
"আমাকে দেখেই কেমন আস্তে কথা বলা শুরু করল। আমাকে নিয়ে কি বলছিল?"
"তোকে নিয়ে কি বলবে আবার? তোকে নিয়ে বলে নাই, অন্য কথা বলল"
"অন্য কথাটা কি?"

জোছনা ছেলের উপর মহা বিরক্ত।
"তুই ঘুম থেকে উঠে মুখ ধুইছিস? মুখ ধুয়ে নাস্তা করতে আয়!"
জিসান আর কথা না বাড়িয়ে ঘরে চলে আসলো। ওর ছোট দুই বোন, নিসা আর নেহা খোঁচাখুচি করতে করতে একেবারে ভাইয়ের ঘাড়ে পড়ল। জিসান চেঁচিয়ে তক্ষুনি বাসায় মাথায় করে ফেলছে।
"চোখ কি পকেটে থাকে?! সকাল সকাল গায়ের উপর পড়ে যাচ্ছিস কেন? সামনে থেকে সর! বাসাট্য শান্তি মতো হাঁটাও যায় না তোদের জ্বালায়! রাস্তায় গেলে তো এমনেই গাড়ির নিচে পড়ে মরবি!"

জোছনা ছেলের কাছে আসতে আসতে সে উলটো দিকে চলে গেল। দুই বোন মাকে ইশারায় জিজ্ঞাসা করল ওর ভাইয়ের কি হয়েছে। জোছনা কোনো জবাব দিতে পারলো না। জিসান নিজেও জানে না কেন ওর মন বিক্ষিপ্ত হয়ে আছে। বাথরুমে ঢুকে সে তখনই গোসল করে নেয়। এই সুযোগে মাথায়ও ইচ্ছামতো পানি ঢালে।

আমি আবার, আর একটা বারWhere stories live. Discover now