১১

499 25 3
                                    

আমি আবার, আর একটা বার
লেখা  #AbiarMaria

১১

জিসান হাসপাতাল থেকে বের হয়েছে বাইশ মিনিট আগে। বাহিরে এসে ওর কাছে মনে হচ্ছে, এভাবে চলে আসা ঠিক হয়নি। একটা মানুষ এমনিতেই এখন নাজুক অবস্থায় আছে, তার সাথে এমন ভাবে খোঁচা মারা ঠিক হয়নি। কি হত তাকে কথা শুনিয়ে না আসলে? পরের মুহূর্তে মনে হলো, যা হয়েছে, বেশ হয়েছে। তরী ডিজার্ভস ইট। এত ভালো ব্যবহার করার কিছু নেই। বিয়ে হলে ওকে সব দিক থেকে জিসান প্রোটেকশন দিত, ওর হয়ে সব যুদ্ধ করত। বিয়ে করেনি কেন? নিজে নিজে যখন জীবন যুদ্ধে লড়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন ওকে এভাবে একা ফেলে দেয়াই উচিত। অতি মাত্রায় পন্ডিত। কি মনে করে এই পৃথিবীকে সে? এত সহজ সিঙ্গেল মাদার হয়ে বেঁচে থাকা? হয়ত সে টিকে যাবে, কিন্তু যে কষ্ট সে পুরো সমাজের কাছ থেকে পাবে, সেটা কি? টাকা কোথা থেকে আসবে? ইশতির যে পা ভাঙলো, এখন ওর সেবা করবে কে? কাজের মেয়ের কাছে বাচ্চা রেখে দশ ঘন্টা ধরে অফিসে পড়ে থাকতে পারবে? থাক, পারলে পারুক, না পারলে নেই। জীবন তরীর, কষ্টও ওকে করতে হবে।

জিসানের প্রস্থানের বেশ কিছু সময় পর ইমরানের বাবা মা আর বোন কেবিনে প্রবেশ করল। নাজনীনের কোলে ছিল তন্দ্রা, ও খুব দাদী ভক্ত হয়েছে। তবে এত সময় পর মাকে দেখে সে কান্নাকাটি  লাগিয়ে দিল। ইশতির দাদা-দাদী কিছুক্ষণ নাতিকে দেখে চোখের পানি ছেড়ে যখন শান্ত হলেন, তখন আজমল বললেন,
"তরী, তোমাকে কিছু বললে তো আর শোনো না, মুরুব্বিদের কথা মানতে চাও না। যেইজন্য আজকে এই অবস্থা। এখন আমি বলি, চাকরি থেকে কয়দিন ছুটি নাও"
"কিন্তু আব্বা, আমার তো একমাসও হলো না চাকরির"
নাজনীন মুখ খুলেন,
"তোমার ছেলের এই অবস্থা। এখন চাকরি নিয়ে চিন্তা করার দরকার আছে? ছেলের চেয়ে চাকরি জরুরি?"
"কিন্তু আমার হাতে টাকা পয়সা নেই একদম"

আজমল উঠে দাঁড়ালেন।
"তাতে কি? আমরা কি মরে গেছি নাকি যে আমাদের নাতি নাতনী টাকার অভাবে থাকবে? এইসব চাকরি বাকরি বাদ দাও মা। বাচ্চাদের বাপ নাই, মা তুমি। তুমিও যদি অফিসে পড়ে থাকো, ওরা থাকবে কার সাথে?!"
নাজনীন বললেন,
"কয়েক দিন আগে আমি গোসলের জন্য গরম পানি রাখছিলাম বাথরুমের সামনে। কি একটা হাতের কাজ ছিল, খেয়াল করি নাই। নীলুকে ডেকে যে বলব পানি ঢেলে দিতে, ভুলে গেছিলা। ইশতি এসে ঐ পাতিলে আরেকটু হলে উল্টায়া পড়ত! আমি সময় মত ধরে ফেলছি দেখে বাঁচছে! তুমি আমাদের কাছে রেখে যাও ঠিক আছে, কিন্তু বাচ্চাদের চোখে চোখে রাখা লাগে। আমরা কি এত কিছু পারি? তার উপর ঘরে কি কম কাজ থাকে? আর তরী, তুমি থাকতে ও কিভাবে সিঁড়ি থেকে পড়ে? মা থাকতে যদি বাচ্চার হাত পা ভেঙে যায়, তাহলে না থাকতে কি অবস্থা হবে? কিভাবে ওকে রেখে অফিস করবা তুমি?"

আমি আবার, আর একটা বারWhere stories live. Discover now