456 25 0
                                    

আমি আবার, আর একটা বার
লেখা #AbiarMaria

সপ্তাহের শেষ দিন চলে এসেছে। আজ দুপুরের খাবার খাওয়ার জন্য জিসানদের বাসায় মেয়ে পক্ষের মুরুব্বি কয়েকজন আসবে। সকাল থেকে জোছনা তা জাকে ফোন দিয়ে আসার জন্য বারবার তাড়া দিচ্ছে। জিসানের বড় বোন নিপা যদিও এসে পড়েছে, তবুও মুরুব্বিরা যা বোঝে, তা কম বয়সী মেয়েরা বোঝেনা; এটা জোছনার নিজস্ব অভিমত। নাজনীন তৈরি হতে হতে তরীকে ডাকলেন।
"তরী মা! তৈরি হয়ে নাও। চলো আমাদের সাথে"

তরী তন্দ্রাকে গোসল করিয়ে শরীরে লোশন মাখিয়ে দিচ্ছিল যত্ন করে। আজ ছুটির দিন, এটা ভেবে গতকাল থেকে ওর মন ফুরফুরা হয়ে আছে। প্রতিদিন ফযরের নামাযের সময় উঠে বিছানায় যেতে যেতে এগারোটা বা তার বেশি বেজে যায়। নিজেকে চাকরিতে জয়েনের পর থেকে চব্বিশ ঘণ্টা ননস্টপ সার্ভিস দেয়া মেশিন মনে হয়, আর সেখানে সুখের ফুলঝুরি ছিটিয়ে প্রতি সপ্তাহে সাপ্তাহিক ছুটিগুলো আসে। তরীর গতরাতে ঘুমও ভালো হয়েছে। সকালে আজ একটু দেরী করে ঘুম থেকে উঠে বাচ্চা দুটোকে ইচ্ছামতো আদর করেছে। ইশতি মায়ের গাল ধরে বলেছে,
"আম্মু, তুমি আমাকে আজকে আইসক্রিম কিনে দিবা?"
ইশতির ঠান্ডার সমস্যা আছে বলে ওকে ঠান্ডা কিছু সহযে খেতে দেয়া হয় না। মন ভালো বলে ছেলেকে আইসক্রিম খাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সে। বাচ্চাদের নিয়ে সময় কাটানোর মাঝে শাশুড়ীর ডাক কানে আসলো। গায়ে ওড়না চাপিয়ে শাশুড়ীর কাছে গেল।
"কোথায় যাবক আম্মা?"
"তোমার চাচীর বাসায়। আজকে জিসানকে দেখতে আসার কথা না?"
তরীর মাত্র মনে পড়ল, জিসান কদিন আগে ওকে বলেছিল।
"আমি ওখানে গিয়ে কি করব আম্মা? আপনার নাতি নাতনী সবাইকে জ্বালাবে, ঝামেলা বাড়বে। আপনারা যান আম্মা, আমি বাসায় থাকি"
"একা বাসায় থাকবা নাকি? এটা কোনো কথা হলো?"
"সমস্যা নাই আম্মা"
"তোমার চাচী তোমাকেও যেতে বলছে। দুপুরে খেয়ে রাতেও খেয়ে আসব আমরা"
"সমস্যা নাই আম্মা, কালকের তরকারী রয়ে গেছে তো। লাগলে আমিও কিছু রান্না করে নিব। শুধু ভাতটাই তো!"
"তোমার চাচী রাগ করবে পরে!"
তরী জোরে জোরে মাথা নাড়ালো।
"কিচ্ছু হবে না আম্মা। সপ্তাহে পাঁচ দিন অফিস করে শরীর চলে না। বের হতে ইচ্ছা করতেছে না আম্মা। আমি বাসায় থেকে বিশ্রাম করি"
"ইশতিকে নিয়ে যাই তাইলে। ও সারাদিন বাসায় থাকে"
"না আম্মা, ওকে আপনাদের সাথে দিলে কথা শুনবে না কারো, জ্বালাবে সবাইকে। জিসান ভাইয়ার জন্য গুরুত্বপূর্ণ দিন এটা, আপনাদের অনেক দায়িত্ব। ইশতি যদি আবার গিয়ে ভাইয়া আব্বু ডেকে বসে, তখন আরেক ঝামেলা। আচ্ছা, ভাইয়ার কি আজকেই বিয়ে টিয়ে হওয়ার সম্ভাবনা আছে নাকি?"
"দেখা যাক। আংটি পরায় যেতে পারে। মেয়ের বয়সও ভালোই, এজন্য তাড়াহুড়ো করতেছে"

আমি আবার, আর একটা বারWhere stories live. Discover now