পরিশিষ্ট

799 45 23
                                    

আমি আবার, আর একটা বার
লেখা #AbiarMaria

পরিশিষ্ট:

তরী জিসানের মাথায় নবরত্ন তেল দিয়ে দিচ্ছে নাক মুখ কুঁচকে। জিসান মাটিতে বসে পেছনে হেলে আছে আর তরী ওর ঘাড়ের কাছে বিছানায় দুই পা ভাঁজ করে বসেছে। জিসান সহজে তেল দেয় না, তবে মাঝে মাঝে মাথা ব্যথা করলে এই তেল লাগায়। তরী চুলে তেল মেখে বিরক্ত ভঙ্গিতে বলল,
"এই তেলের গন্ধে নাকের বাঁশি উল্টে গেল! এইটা দেও কেন শুনি?"
জিসান আরাম করে চোখ বন্ধ অবস্থায় বলল,
"কি বলো না বলো তুমি? এইটার গন্ধ খারাপ নাকি?"
"এমন কোনো ভালোও না!"
"আসলে তোমার হেয়ার ওয়েলের সাথে পার্মানেন্ট শত্রুতা তো, এজন্য এমন লাগছে"
"উহ!"

তেল দিয়ে মাথা মাসাজ শেষে তরী উঠে গেল। ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে হাতে পারফিউমড স্যানিটাইজার মাখলো। জিসানের কাছে আসার সাথে সাথে খপ করে সে ওর হাত চেপে ধরে ঘ্রান নিল, তারপর চুমু খেলো। তরী বিরক্তি প্রকাশ করে বলল,
"কিসব তেল লাগাও, বিরক্ত লেগে যায়"
জিসান চোখে মুখে রোমান্স ফুটিয়ে বলল,
"চলো তোমার বিরক্তি দূর করে দেই!"
"উহ, ক্লান্ত লাগছে খুব। ঘুমাবো"
তরী যেতে চাইলে জিসান ওকে পেছন থেকে হালকাভাবে কোমর দুইহাতে পেঁচিয়ে ধরে।
"শুধু পালাই পালাই, না?"
"রাত কত হয়েছে দেখেছ? ঘড়ির দিকে একটু কষ্ট করে তাকাও!"
"রোমান্সের জন্য তো রাতই ভালো! রাত যত গভীর হবে, রোমান্স তত গভীর হবে। রাতের গভীরতার সাথে পাল্লা দিয়ে বাড়বে তোমার আমার অনুভূতির গভীরতা!"

তরী চাইলেও এখন ছুটতে পারবে না ওর বাহুডোর থেকে। গত পাঁচ মাসে এই মিশনে একবারের জন্যও সফল হতে পারে নি। একে তো ওর গায়ের জোর খুব, তার উপর নববিবাহিত দম্পতির মত সে তরীর সাথে লেগে থাকে। তরী বিরক্তি প্রকাশ করলেও খারাপ লাগে, তা বলবে না। বরং কোনো কোনো দিন যখন জিসান খুব ক্লান্ত থাকে আর বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে, সেদিন তরীর চিন্তা হয়। অজান্তে ওকে কষ্ট দিয়ে ফেললো না তো? তরী এক হাতে জিসানের গালে হাত রেখে বলল,
"চলো না ছাদে যাই?"
"এখন? এত রাতে? জ্বীন ধরবে!"
তরী হেসে ফেলল।
"তুমি থাকতেও?"
জিসান ওর ঘাড় থেকে মুখ তুললো।
"আমি কি জ্বীনের সাথে পারব নাকি?"
"না মানে, সব ছেলেদের পিটিয়ে ভাগিয়ে দিতে। এখন এইসব জ্বীনকে পিটাতে পারবে না?"
একগাল হেসে ও তরীর ঘাড়ে চুম্বন করে বলল,
"তোমার জন্য জ্বীনের বাদশা হতেও রাজী আমি! কিন্তু ছাদে যেতে ইচ্ছা হচ্ছে না"
"তুমি কি সত্যিই ছাদে যাবে না?"
"উহু"
"আচ্ছা, তাহলে চিলেকোঠায় চলো?"
"উহু। ঐদিনের মত তন্দ্রা উঠে কান্নাকাটি লাগিয়ে দিলে ইজ্জত থাকবে না। আবার পুরো বাড়ি সজাগ হয়ে যাবে, আর আমার মা আমাকে দৌড়ানি দিবে!"

আমি আবার, আর একটা বারWhere stories live. Discover now