১৬

413 26 4
                                    

আমি আবার, আর একটা বার
লেখা #AbiarMaria

১৬

তরীর জন্য খুব কঠিন এই সময়টা। আজ ছুটির দিন, অথচ ও এক সেকেন্ডের জন্যও রিলাক্স হতে পারছে না। গতরাতে জিসানকে মেসেজ করেছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো জবাব আসেনি। খেয়াকে তারপর সে আবার ফোন করেছে। খেয়ার একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে-

আপু, তুমি না হয় বিয়ে না করলে, আজীবন একাই কাটিয়ে দিলে। বৃদ্ধ বয়সে যখন ইশতি বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তন্দ্রা যখন শ্বশুরবাড়ি চলে যাবে, তখনও না হয় তুমি একাই কাটিয়ে দিলে। এর মাঝের বছরগুলোও না হয় সিঙ্গেল মাদার হয়েই কাটিয়ে দিলে। অনেক মেয়েরাই, এমনকি অনেক ছেলেরাও আছে যারা দ্বিতীয় বিয়ে করেনি। তুমিও নাহয় একাই ওদের বাবা-মা দুজনেই হলে। কিন্তু ওরা কি কখনো বাবাকে পাবে? ওরা যখন বড় হবে, সবাইকে দেখবে বাবার সাথে খেলতে, বাবার কাঁধে চড়তে, বাবা দিবসে বাবাকে নিয়ে ছবি দিতে দেখবে, তখন কি কষ্ট পাবে না? জিসান ভাইয়া তো বাচ্চাদের অনেক আদর করে, বাচ্চারাও তাকে আপন করে নিচ্ছে। তাহলে কেন ওদের কাছ থেকে ওদের বাবার ভালোবাসা কেড়ে নিচ্ছো? কেন জিসান ভাইয়াকেও বা ওদের বাবা হতে দিচ্ছো না? ইমরান ভাইয়া তো নেই, স্বার্থপরের মত চলে গেছে। আগামী সময় গুলোয় তোমার জ্বর আসলে ইমরান ভাইয়া তোমার মাথায় জলপট্টি দিতে পারবে না, কাঁদলে চোখের পানি মুছে দেবে না, বিপদের দিনে বলবে না আমি আছি। যদি তোমার জন্য যদি কেউ থাকে, সেটা জিসান ভাইয়া। কেন এত বড় সুযোগ হাত ছাড়া করছ? কেন তাকে দূরে ঠেলে দিয়েছ? এখনো সময় আছে, তাকে জিজ্ঞাসা করো, সব ঠিক করো! আর কারো জন্য না হোক, অন্তত তোমার বাচ্চাদের জন্য হলেও এই সেক্রিফাইস করো!

তরী সারারাত ভেবেছে এসব নিয়ে। আজ জিসানকে কি কি বলবে, সেসব সাজিয়েও রেখেছে। কিন্তু জিসানের পক্ষ থেকে কোনো জবাব আসছে না কেন? জিসান কি মেসেজ দেখেনি? নাকি দেখেও...?

ভাবনা শেষ হওয়ার আগেই জিসানের মেসেজ আসলো, বিকালে বাচ্চাদের নিয়ে ওকে একটা পার্কে আসতে হবে। সেখান থেকে জিসান ওদের পিক করে নিয়ে যাবে। তবে বেশি সময় দিতে পারবে না, সন্ধ্যার মাঝেই ওকে ফিরতে হবে। আজকে মেয়ের জন্য বিয়ের শপিং এ যাবে। তরী বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে বলল, তরী! ইউ ক্যান ডু ইট!

আমি আবার, আর একটা বারWhere stories live. Discover now