দ্বিতীয় ভাগ

148 4 11
                                    

আমার মাথা কাজ করছে না। এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।

Yoongi! শেষমেষ আমার কলেজ Yoongi কে নিয়ে এলো। কিন্তু কি ভাবে? Yoongiর মতো এতো বড় সেলিব্রেটিরা কলেজ festএ পারফর্ম করে ভেবেই আমার অবাক লাগছে।

Yoongi মোটামুটি 45 মিনিটের একটা পারফরম্যান্স করলো। সারা অডিটোরিয়াম মেতে থাকলেও আমি সারাক্ষন জীবনের পুরোনো কিছু স্মৃতি হাতড়েই কাটিয়ে দিলাম।

পারফরম্যান্স শেষ হতে, মৌ ধপাস করে আমার পাশের সিটে এসে বসলো।

মৌ:- এ ভাই, তোর শরীর ঠিক আছে তো?

আমি:- ক-কি? আমার আবার কি হবে আমি তো ঠিকই আছি।

মৌ আমার কপালে হাত দিয়ে বললো,"যে সারাদিন Suga Suga করতে থাকে, আর social mediaতে suga কে stalk করে তার Sugaএর live পারফরম্যান্স দেখে এমন reaction মানা যায়?"

অনিকেত(মৌয়ের পাশে দাঁড়িয়ে):- নাহ! একেবারেই মানা যায় না।

আমি:- বসতো তোরা চুপ করে। আমি ওকে দেখে একটু অবাক হয়েছি। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে।

মৌ:- এতে অদ্ভুত লাগার কি আছে? কলেজ টাকা ঢেলেছে, এসেছে। Simple

আমি:- হুম!

একটা জুনিয়ার দৌড়ে এসে বললো,"দিদি, তোমাকে প্রিন্সিপাল back stage এ ডাকছে।"

আমি:- আচ্ছা আমরা আসছি।

জুনিয়র:- আমরা নয়, তোমাকে একা ডাকছে।

আমি:- আচ্ছা যা তুই, আমি আসছি।

জুনিয়র চলে যেতে, মৌ বললো,"কি ব্যাপার রে? তোকে শুধু কেন ডাকছে?"

আমি:- নিশ্চয়ই back stageএর কোনো কাজ আটকে আছে। আমি দেখে আসি তোরা বস।

আমি উঠে back stageএর দিকে চলে গেলাম।

Back stage এ গিয়ে দেখি প্রিন্সিপাল স্যার ওখানে নেই। অর্ক আরও কয়েকজন সব equipment গোছাচ্ছে।

আমি:- এই তোরা জানিস প্রিন্সিপাল কোথায় আছে?

অর্ক:- স্যার তো Suga কে নিয়ে green roomএ গেলো।

আমি:- আচ্ছা

বলেই চলে যাচ্ছিলাম।

অর্ক:- এই শোন, তোকে একটা কথা বলার ছিলো।

শেষ থেকে শুরুWhere stories live. Discover now