চতুর্দশ ভাগ

90 4 0
                                    

Practice রুমে বসে আমরা অনেকক্ষন গল্প করলাম। Taehyung প্রথমে কিছুক্ষণ awkward feel করলেও পরে ও নির্দ্বিধায় আমাদের সাথে গল্প করতে লাগলো।

আমরা দুজনেই আমাদের interview experience share করলাম। আমি বললাম কিভাবে আমার Namjoonএর সাথে দেখা হলো আর তারপর schedule managerএর offer পেলাম। Taehyung বললো কিভাবে ও এখানে গানের জন্য internship নিতে এসে Sokejinএর কাছে offer পেলো নাচ ও গান দুটোরই internshipএর।

এখন আমরা office টুরের বাকিটা সারছি। মোটামুটি যেটা বুঝলাম, মাঝখানে একটা refresh রুমকে কেন্দ্র করে সবার অফিস, common কিচেন, practice রুম ছড়িয়ে আছে।

একেবারে কোনের দিকে, সবথেকে দূরে একটা রুমই বাকি। ওই রুমটার সামনে এসে হঠাৎ করে Jimin আর Jungkook দাঁড়িয়ে পড়লো।

আমি(অবাক হয়ে):- কি হলো দাঁড়িয়ে পড়লে যে? ভেতরে যাব না আমরা? এটা কার রুম?

Jungkook(ভ্রু নাচিয়ে):- Guess করো

আমি আর Taehyung অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম।

Taehyung:- আমরা কি করে জানবো?

Jimin(হাসি চেপে রেখে):- তুমি না জানলেও ঈশানি ঠিক জানবে।

আমি:- যাহ বাবা! আমি কি করে জানবো? আমি তো এই বিল্ডিংয়ে এই প্রথম এলাম।

Jungkook:- জানতে চাও?

আমি:- তোমরা যেভাবে mystery করছো এবার তো জানতেই হবে।

Jimin(casually দেওয়ালে হেলান দিয়ে):- knock করো তাহলে।

আমি:- আমি knock করবো? চাকরিটা পাওয়ার আগেই আমাকে dismiss করাতে চাইছো?

Jungkook:- Trust me Ishani, কিছু হবে না।

আমি:- না না আমি পারবো না।

Jimin:- এই তুমি আমাদের manage করবে দু'দিন পর?

আমি:- মানেটা কি?

Jungkook:- এই টুকুতেই ঘাবড়ে যাচ্ছ। পরে কি করবে?

আমি:- Okay, আমি knock করছি। But যদি কিছু হয় আমি তোমাদের নামে চাপাবো।

Jimin:- তার প্রয়োজন পড়বে না।

বলে jimin আর Jungkook Taehyungকে টেনে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো।

শেষ থেকে শুরুWhere stories live. Discover now