*Suga's POV*
ছোট্ট বারান্দাটায় দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিলো। ফেব্রুয়ারির শেষ হিসেবে আবহাওয়াটা খুব একটা খারাপ না। বিছানায় অনেকক্ষন উসখুস করে এখানে উঠে এসেছি। একই ছাদের নিচে আছি আমি আর ঈশানি কিন্তু যেন মনে হচ্ছে কতদূর। এই দুরুত্বটার জন্য সম্পূর্ণ আমিই দায়ী। ওর চোখের দিকে সোজা তাকাতে পারছি না আমি। কি করবো? কি করে ওকে বলবো আমি আসলে ওর কাছে ফিরতে চাই? কিন্তু সাহস পাচ্ছি না। আমি তো এমন নয়! কেন এত বছর পর ওর সামনে এসে নিজেকে হারিয়ে ফেলছি।
নিজের ভাবনায় এতই ডুবে গেছিলাম যে পেছনে যে কেউ এসে দাঁড়িয়েছে খেয়াল করি নি। আওয়াজে পেছন ফিরে তাকিয়ে দেখি ঈশানি।
ও আর কোনো কথা না বলে আমার ডানপাশে একটু দুরুত্ব নিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। এই দুরুত্বটা আমাকে কত যে কষ্ট দিচ্ছে আমি বলে বোঝাতে পারবো না।
*আমার POV*
আমার আর Yoongiএর মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা কাজ করছে।
Yoongiই প্রথম বলে উঠলো,"ঘুমালে না?"
আমি:- ঘুম আসছে না।
Suga:- কেমন আছো তুমি?
আমি:- এই যেমন দেখছো।
তারপর আবার সব চুপ। কতক্ষন এই নিস্তব্ধতা ছিল জানি না। আমিই বলে উঠলাম,"এখন তো অনেক বড় artist হয়ে গেছ। অনেক মেয়ে নিশ্চয়ই propose করেছে।"
Suga:- আমার ওসব একদম ভালো লাগে না।
আমি:- ওহ...
Suga:- তোমার বয়ফ্রেন্ডকে দেখলাম তোমাকে বাইকে করে ছেড়ে গেল।
আমি(হালকা হেসে):- ও আমার বয়ফ্রেন্ড নয়।
Suga:- তাহলে কে তোমার বয়ফ্রেন্ড?
আমি:- কোনো বয়ফ্রেন্ড নেই আমার।
Suga:- ওহ...
আবার সব চুপ। একটু গলা ঝেড়ে Suga বললো,"তোমার বন্ধুরা তোমাকে ইশু বলে কেন?"
YOU ARE READING
শেষ থেকে শুরু
Fanfictionকলেজে পড়া একটি মেয়ের সাথে K pop starএর প্রেমের গল্প এই গল্পে বাঙালিয়ানা, 18+ content এবং কিছু cringy ও অবাস্তব ঘটনা থাকবে। পুরোটাই গল্পের খাতিরে।