অধ্যায়-২৩

35 8 0
                                    

মন্টু রাত সাড়ে আটটায় বাসায় ফিরলো। আমাকে এভাবে মনমরা হয়ে শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়েছে।
"কিরে‚ তুই এভাবে শুয়ে আছিস কেন? আর... আইস্ক্রিমগুলো এভাবে পড়ে আছে। খাস নি...?"
"না।"
"এগুলো তো গলে একেবারে ফোমের মতো হয়ে গিয়েছে। আর আমার হবু ভাবীর খবর কি? ও কি তোকে কিছু বলেছে নাকি?"
"না।"
"তুই আবার উল্টোপাল্টা কিছু করিস নি তো?"
"না।"
"ধুর! তখন থেকে কি না‚ না‚ শুরু করেছিস। সব খুলে বল কি হয়েছে?"
"জানি না আসলে কি হয়েছে।"
"জানিস না মানে‚ অন্তত যেটুকু জানিস সেটুকুই বল।"
"কি আর বলব‚ নীলার ফোনে কে যেন ফোন করেছিলো। ফোন ধরতেই মেয়েটা কাঁদতে কাঁদতে দ্রুত বেরিয়ে পড়লো।"
"কোথায় গেল? আর তুই থামানোর চেষ্টা করিস নি‚ অন্তত জিজ্ঞেস করতি কেন চলে গেল?"
"করেছি। তবে আমার দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে পড়লো বাসস্ট্যান্ডে।"
"কিন্তু কেন?"
"জানি না। আর ওর ফোনটাও বন্ধ।"
"চাপ নিস না দোস্ত‚ সব ঠিক হয়ে যাবে। বাইকের চাবিটা ধর। যা বাইক কিনেছিস না‚ একেবারে পঙ্খিরাজ ঘোড়ার মতো ছুটে চলে।"
"ড্র‍য়ারে রেখে দে চাবিটা।"
"গার্লফ্রেন্ড আদর করে নি বলে বাইকের মায়াও ছেড়ে দিয়েছিস। ওঠ ব্যাটা! রাতের খাবার কখন খাবি?"
"খিদে নেই আমার।"
"ন্যাকামো বাদ দে। জলদি উঠে পর। আমি আইস্ক্রিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। পরে জমলে খেয়ে নিস।"
"আমি খাবো না। তুই বরং সাবাড় করে দিস। ওহ্ তোর তো আবার আইস্ক্রিম খেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। পরে নাজমুলকে দিয়ে দিস।"
"একটু চেখে দেখলে কিছু হবে না। পরে নাহয় বাকিটা নাজমুল এসে শেষ করে দেবে।"

নিস্তব্ধতাWhere stories live. Discover now