কুয়াশা

63 9 1
                                    

কুয়াশা ঘেরা সকাল গুলো
বড্ড ভালো লাগে ওর...
আমি জানি, কুয়াশায়
ওর দম বন্ধ হয়ে আসে।
তবে ও বলে, ওর সত্ত্বাটা
নাকি মুক্ত হয়,
ওর সব ছদ্মবেশ
কুয়াশার আবছায়া গিলে খায়।

ও তাই ফিরে আসে বারবার,
সেই কাদা নিয়ে খেলতে থাকা
জেদি একগুঁয়ে বাচ্চাটার মতো,
হাজার শাসনেও যাকে
বেঁধে রাখা যায় না...
চাঁদের আলো যাকে
মুগ্ধ করে না,
তারার চাকচিক্য যার
চোখেই পড়ে না...
সে শুধু কাদাজলে হামাগুড়ি দেয়
আর নিজের মনে খিলখিলিয়ে হাসে।

ও বলে, এটা নাকি
একটা সুন্দর গল্পের সঙ্গে
জড়িয়ে থাকা মোচড়ের  মত...
যার পাঠক ভালোমতোই জানে
যে শেষে একরাশ যন্ত্রণা
ওত পেতে বসে আছে...
তবুও কিসের যেন
এক অমোঘ আকর্ষণে
সেই শেষ কেই  ধাওয়া করে।

সে বড়ই নির্মম সুন্দর গল্প...

এমন একটা গল্পWhere stories live. Discover now