মুক্তি

5 1 0
                                    

অবশেষে শব্দগুলো সব ছন্নছাড়া...
বন্ধনহীন। দিগ্বিদিক শূন্য।
মানচিত্রের বেড়াজালে মন নেই আর।
মুগ্ধ হতে হলে হারিয়ে যেতে জানতে হয়
সবার আগে বোধ হয়...
হারিয়ে যেতে স্পর্ধা লাগে কম?
এ কিন্তু মায়া-ছেঁড়া নিরুদ্দেশ নয়।
এই মুক্তি বড়ই মোহময়।

তারপর তো এক পৃথিবী বাড়ি-ঘর।
তারপর তো গার্হস্থ্যেই যাযাবর।
তারপর তো বেরিয়ে যাওয়া বড্ড সহজ।
তারপর তো থেকে যাওয়া সবচেয়ে সহজ।

এমন একটা গল্পWhere stories live. Discover now