অবশেষে শব্দগুলো সব ছন্নছাড়া...
বন্ধনহীন। দিগ্বিদিক শূন্য।
মানচিত্রের বেড়াজালে মন নেই আর।
মুগ্ধ হতে হলে হারিয়ে যেতে জানতে হয়
সবার আগে বোধ হয়...
হারিয়ে যেতে স্পর্ধা লাগে কম?
এ কিন্তু মায়া-ছেঁড়া নিরুদ্দেশ নয়।
এই মুক্তি বড়ই মোহময়।তারপর তো এক পৃথিবী বাড়ি-ঘর।
তারপর তো গার্হস্থ্যেই যাযাবর।
তারপর তো বেরিয়ে যাওয়া বড্ড সহজ।
তারপর তো থেকে যাওয়া সবচেয়ে সহজ।
YOU ARE READING
এমন একটা গল্প
Poetryএকগুচ্ছ কাব্যে লেখা গল্পকথা, কিংবা শুধুই একটা কবিতার বই। © ঈপ্সিতা মিত্র পুপু