এ মানুষ নিজেই একখানা বাড়ি...
এ বাড়িতে নিশ্চিন্তে ভাত দিয়ে অভিমান মেখে খাওয়া যায়, কারণ আবদারগুলো লালন করার জন্য এই মানুষের আলতো হাতটা বহাল থাকে প্রকাশ্যে বা আড়ালে।
এ বাড়ি আশ্বাস দেয় যে প্রত্যাশাহীন তথাকথিত বোকা অপেক্ষাগুলো মানুষের ভিড়ের ভাষায় "যুক্তিহীন" হলেও, এই নিঃশর্ত আশ্রয়ে মূল্যহীন নয়।
এ বাড়ি অল্প শব্দে এক আকাশ জমাট অনুভূতির পসরা সাজিয়ে বুঝিয়ে দেয়, কোথাও রোজ ফিরে আসাটা ঠিক কতটা সহজ হলে তাকে 'বাড়ি' বলা যায়।
এ বাড়িতে সুর-শব্দের স্পন্দিত ওঠা-নামায় নিঃশ্বাসেরা শান্ত হয়েও মেতে ওঠে উল্লাসে আর স্বাধীনতায়।
এ বাড়ি আমার Anam Cara... আমার আলয়।
YOU ARE READING
এমন একটা গল্প
Poetryএকগুচ্ছ কাব্যে লেখা গল্পকথা, কিংবা শুধুই একটা কবিতার বই। © ঈপ্সিতা মিত্র পুপু