শব্দগুলো পাহাড় জমাক এবার বরং...
এবার বরং আমিও খাতায় ঝর্না লিখি।
যখন আমি ঝর্না জলের শব্দে হারাই,
আমার নাগাল বৃষ্টি ছাড়া পাবেই বা কে?
আমার তখন সহজ-যটিল পাথর ভাঙা,
ভাঙা চশমায় স্পষ্ট দেখা, চলছিল তো বেশ।
আমি তখন ট্র্যাজিক হিরোর হ্যামারশিয়া নই,
আমি তখন সার্ত্র-র একলা চলা ওরেস্টেস।
আমার তো আর গল্প শেষে অবসান নেই,
আমার তো ওই হাওয়া কলের কলম আছে।
হাওয়া দিলেই 'নিয়ম মেনে'
ঠিক উল্টো দিকেই চলে।
উল্টো দিকেই বাড়ির হদিস -
ঝড়ের রাতে নাম না জানা
ঠিকানা খানা খুঁজতে বেরোই এবার বরং...
এবার বরং লিখেই ফেলি ছোটোগল্পের অসমাপ্তি।
YOU ARE READING
এমন একটা গল্প
Poetryএকগুচ্ছ কাব্যে লেখা গল্পকথা, কিংবা শুধুই একটা কবিতার বই। © ঈপ্সিতা মিত্র পুপু