ওরেস্টেস

4 1 0
                                    

শব্দগুলো পাহাড় জমাক এবার বরং...
এবার বরং আমিও খাতায় ঝর্না লিখি।
যখন আমি ঝর্না জলের শব্দে হারাই,
আমার নাগাল বৃষ্টি ছাড়া পাবেই বা কে?
আমার তখন সহজ-যটিল পাথর ভাঙা,
ভাঙা চশমায় স্পষ্ট দেখা, চলছিল তো বেশ।
আমি তখন ট্র্যাজিক হিরোর হ্যামারশিয়া নই,
আমি তখন সার্ত্র-র একলা চলা ওরেস্টেস।
আমার তো আর গল্প শেষে অবসান নেই,
আমার তো ওই হাওয়া কলের কলম আছে।
হাওয়া দিলেই 'নিয়ম মেনে'
ঠিক উল্টো দিকেই চলে।
উল্টো দিকেই বাড়ির হদিস -
ঝড়ের রাতে নাম না জানা
ঠিকানা খানা খুঁজতে বেরোই এবার বরং...
এবার বরং লিখেই ফেলি ছোটোগল্পের অসমাপ্তি।

এমন একটা গল্পWhere stories live. Discover now