যুদ্ধ সেরে এসেছো, রানী?
খোদ প্রলেপ লাগাও নিজের ক্ষতে...
নইলে মানুষ খুঁজতে গেলেই
রক্তশূন্য হবে হতে।এত ভালো-মানুষের ভিড়ের মাঝে,
শুধু-মানুষ কোথায় পাবে?
তুমি থেকেই গেলে মানুষ হয়ে,
"ভালো" হওয়া আর হলো না যে।নিজের মুকুট নিজেই পরো,
নিজেই সাজো রানীর বেশে...
এই "ভালো"-র ধাঁধার মাঠ ছাড়িয়ে,
তুমি তোমার রানী আপন দেশে।
ESTÁS LEYENDO
এমন একটা গল্প
Poesíaএকগুচ্ছ কাব্যে লেখা গল্পকথা, কিংবা শুধুই একটা কবিতার বই। © ঈপ্সিতা মিত্র পুপু