পারলে কোনো এক গোধূলি বেলায় এসো,
দেখা করবো তোমার সাথে ।
আমার চোখ বড় দুর্বল,
দিনের বেলায় ঝাপসা দেখি
তোমার অবয়ব...
রাতের বেলাও আলো-আঁধারিতে
কেমন যেন হারিয়ে যাও তুমি ।
গোধূলির স্নিগ্ধ নরম আলো
তোমার কপাল বেয়ে গড়িয়ে এলে,
চোখে চোখ রেখে দেখব তখন তোমায় ।পারলে কোনো এক গোধূলি বেলায় এসো,
দেখা করবো তোমার সাথে ।
আমি বড্ড আত্মকেন্দ্রিক,
দিনের বেলা অন্ধ হয়ে
সমস্ত আলো নিজেই মেখে ফেলি...
আর রাতের অন্ধকারে
নিজের জন্যই খুঁজি স্পটলাইট ।
গোধূলির আলোর বিকেন্দ্রীকরণে
তোমার মুখটা স্পষ্ট ফুটে উঠলে,
প্রাণ ভরে দেখব তখন তোমায় ।এমন এক গোধূলির অপেক্ষা
বহু যুগ ধরে করে চলেছে এ শহর...
কিন্তু দুপুর আর সন্ধ্যের মাঝের
ওই শান্ত কোমলতা !
ওতো এক আকাশ ধোঁয়া হয়েই
মিলিয়ে যায় অস্পষ্ট দিগন্তে ।
তবুও অপেক্ষা করবো,
পারলে কোনো এক গোধূলি বেলায় এসো,
দেখা করবো তোমার সাথে ।
YOU ARE READING
এমন একটা গল্প
Poetryএকগুচ্ছ কাব্যে লেখা গল্পকথা, কিংবা শুধুই একটা কবিতার বই। © ঈপ্সিতা মিত্র পুপু