আবার দেখা হবে

11 3 4
                                    

আমাদের আবার দেখা হবে
কোনো এক 'সব পেয়েছি'-র দেশে।
আমার বুকের মাঝে বইতে থাকা খরস্রোতা
চিৎকার করে সেদিন বলবে,
"আমায় যে সমুদ্দুরেই মিশতে হতো,
আমি যুগ যুগ ধরে যে মোহনাকেই চেয়েছি!"

আমাদের আবার দেখা হবে
কোনো এক প্রাচীন সন্ধ্যার শেষে।
আমার স্বপ্নে দেখা পক্ষীরাজ ফিসফিসিয়ে বলবে,
"আমি যে আকাশে পাড়ি দিয়েছিলাম বাধ্য হয়ে,
মেঘের সঙ্গে সখ্য গড়ার আর কোনো উপায়
যে আমার জানা ছিল না!"

আমাদের আবার দেখা হবে
কোনো এক বই দোকানের পাশে।
আমার প্রানে জমে থাকা অগুনতি অক্ষরগুলো
খেরোখাতায় সেদিন ফুটিয়ে তুলবে,
"আমাদের যে কালির রঙেই হারাতে হতো,
অন্ধকার যে চিরকালই বড্ড প্রিয় আমাদের!"

এত চিৎকার, এত শব্দ, এত লেখালেখি...
সবই হবে সেদিন।
শুধু কোলাহল ভেদ করে,
"তোকে ভালোবাসি" বলাটাই যা হবে না।

এমন একটা গল্পWhere stories live. Discover now