রাতের শেষে কাব্য কথার ছন্দ মিলে যায় -
পূর্বাকাশে তোমার উদয় ঠিক তখনই হয়।
নাম না জানা সমস্ত সুর খুঁজতে পারো তুমি -
বসন্ত আর হেমাঙ্গিনীর উপন্যাসের কথায়।আকাশ ছোঁয়া শব্দগুলো নিঃশব্দ বড়ই ...
তুমিও নাকি নীরবতার গান গাইতে পারো!
আনন্দে তাই অপেক্ষারও অশ্রু আসে চোখে -
একবারটি দেখার আশায় তোমার মায়ার আলো।তুমি আমার আঁধার ঝড়ে ঈশান কোণের সখা,
ঠিক যেন বৈরাগ্যে গার্হস্থ্য রূপকথা ...
বসন্তে তাই নৃত্য থাকুক তোমার ছন্দ-তালে,
যেমনি করে সূর্যমুখীর অঙ্গে সূর্য আঁকা।
KAMU SEDANG MEMBACA
এমন একটা গল্প
Puisiএকগুচ্ছ কাব্যে লেখা গল্পকথা, কিংবা শুধুই একটা কবিতার বই। © ঈপ্সিতা মিত্র পুপু