ঠিক এমনটা করে ভালোবাসতেই হতো...
যেমনটা করে ঠিক নাবিকেরা বাড়ি ফেরে,
যেমনটা করে ঠিক স্বপ্ন ঘুমকে খোঁজে,
তেমন করে তোকে চোখে হারাতেই হতো।ঠিক এমনটা করে কাছে আসতেই হতো...
যেমনটা করে ঠিক বৈশাখী ঝড় আসে,
যেমনটা করে ঠিক ফাগুনে বৃষ্টি নামে,
তেমন করে নিয়ম ভাঙার গান গাইতেই হতো।আস্ত আকাশ বড্ড ছোটো যেই জীবনের কাছে,
হাতে হাত ধরে তেমন জীবন বেঁচে দেখাতেই হতো।
JE LEEST
এমন একটা গল্প
Poëzieএকগুচ্ছ কাব্যে লেখা গল্পকথা, কিংবা শুধুই একটা কবিতার বই। © ঈপ্সিতা মিত্র পুপু