শুকনো গগন, চোখ ভেজানো দিনে-
মন্দ বাতাস ঘর করেছে জানি,
ছক-ভাঙা মন, আলগোছে দূরবীনে-
চোখ দুটো আজ অন্ধ যে অভিমানী।অন্ধকারের কবিত্ব আজ ধুলো-
নিষ্কাশনে বাতাস বহে বেগে,
বিদ্যুৎ আজ তোমার আঁচল ছুঁলো-
বনফুল আর শীতের গন্ধ মেখে।তোমার নাকি রঙ্গের শখ বড়-
তুমিও নাকি মাতাল হাওয়ায় ভাসো,
তুমিও বুঝি স্বপ্ন বুনতে পারো-
লুকোনো সেই উল-কাঁটাতে আসো।তুমি তো নাকি অ্যাপোক্যালিপ্সে ছিলে-
ইলশেগুঁড়ির তুমি কিইবা বোঝো?
কারবার আর ইনফিনিটির মিলে-
তুমি তো সেই ভাগশেষ আজও খোঁজো।এ শহর আজ রোশনাইতে ভরা-
ট্যাক্সিগুলোর বনেটে আলপনা,
গোলাপের ভীড়ে হারায় নয়নতারা-
দরমার ঘরে চালের হিসেব গোনা।
ESTÁS LEYENDO
এমন একটা গল্প
Poesíaএকগুচ্ছ কাব্যে লেখা গল্পকথা, কিংবা শুধুই একটা কবিতার বই। © ঈপ্সিতা মিত্র পুপু