আমার ইদানিং একটা স্বভাব তৈরি হয়েছে, খুব বেশি আনন্দ হলে আমি হেসে বা লাফিয়ে বা নেচে ইত্যাদি কোনো ভাবেই তা প্রকাশ না করে, হয় অসম্ভব নার্ভাস হয়ে যাই, নয়তো কেমন চুপচাপ বসে শান্ত হয়ে যাই...
তা যাই হোক, আনন্দের খবরটা তাহলে এবার অবশেষে সবাইকে জানানো যাক।প্রথমবার, আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩-এ Barta Parkashan থেকে প্রকাশ পেতে চলেছে আমার লেখা বই 'ইমন-পিয়াস এবং অন্য মুহূর্তরা'।
এই বইতে যা যা আছে তাদের হয়তো সাহিত্যের ভাষায় ষোলোটি মুক্তগদ্য বলা যায়, তবে আমার কাছে এই বই বিভিন্ন ছোটো-বড় মুহূর্ত দিয়ে খুব যত্নে সাজানো একটা vision board-এর মতো। এসব মুহূর্তগুলো কাল্পনিক বটে, তবে কোনো না কোনো ভাবে হয়তো আমাদের সকলেরই খুব চেনা এবং কাছের...
আর অবশ্যই এই বইতে হদিস মিলবে ইমন এবং পিয়াস-এরও...
তবে তার জন্য অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন, বইমেলা ২০২৩-এর সূচনা পর্যন্ত।
এই বইটির সবটুকু আমার খুব কাছের এবং ভালোবাসার। আশা করি পাঠকও ভালোবাসা দিয়েই বইটি গ্ৰহন করবেন।আর তোমাদের সবাইকে ধন্যবাদ জানানোর ভাষা সত্যিই নেই আমার কাছে। একদম শূন্য থেকে পাশে ছিলে তোমরা, এই অবদান মাপা সম্ভব নয়। এই আনন্দের আজ তোমরাও সমান অংশীদার আজ।
YOU ARE READING
এমন একটা গল্প
Poetryএকগুচ্ছ কাব্যে লেখা গল্পকথা, কিংবা শুধুই একটা কবিতার বই। © ঈপ্সিতা মিত্র পুপু