মানিনী-র জন্য

3 1 0
                                    

তারপর সন্ধ্যে নামার একটু  আগে,
মান করে অন্য পথে, তুমি তখন পাগলপারা।
তুমি সূর্যাস্ত শেষের সাঁঝের বাতি।
আমি মান ভাঙাতে পৌঁছোতে যাই সূর্যমুখীর একটা তোরা।

তারপর ঝড়-জল সে যতই আসুক,
তোমার কাছে গল্পগুলো, তখনও শেষ হয় না বলা।
আমার তো মৃত্যু শেষেও জন্ম আছে।
তোমার পিছু জাতিস্মরের অনন্ত এই সড়ক চলা।

তারপর রাজপথের আলো যখন নিভু নিভু,
তোমারও অভিমানটা এবার, একটু বোধহয় ক্লান্ত হলো।
তাকালে হেসে আমার দিকে আঁধার-আলোয়...
মানিনী, একবারটি আবার তবে বাড়ির দিকে ফিরে চলো !

এমন একটা গল্পWhere stories live. Discover now