আমরা তো ভেলায় ভাসি
চিমনি পোড়া মেঘের ভিড়ে।
ঠিক দেখা যায়
ট্রেন কামরার জানলা দিয়ে,
নিয়মনীতির গাছগাছালির
পিছু হাঁটার হাঁচর-পাঁচর।
এই যাত্রায় গন্তব্যের প্রসঙ্গ নেই।আমাদের শেষ স্টেশনে
সন্ধ্যে রাতের গল্প আসে।
অন্ধকারের চোখ কচলে,
সদলবলে বেরিয়ে আসে
কালচে রাঙা প্রজাপতি।
শব্দ-প্রেমে চলতে থাকে জলসা।
এই গল্পে সমাপ্তিরও ফুরসৎ নেই।
YOU ARE READING
এমন একটা গল্প
Poetryএকগুচ্ছ কাব্যে লেখা গল্পকথা, কিংবা শুধুই একটা কবিতার বই। © ঈপ্সিতা মিত্র পুপু