শহরজোড়া "চুপ" মানুষের ভিড়,
রাজপথ আর নৈরাশ্যের মিছিল।আমরা তো হেঁটে যাই উল্টোপথে,
মাতাল নদীর চড়ে মেঠো দিগন্তে।দেখি রূপকথাও কংক্রিটের আকাশে,
খড়কুটো হয়ে সখ্য গড়ি ঘূর্ণিঝড়ের সাথে।আমারা তো হেসেই ওড়াই গরাদ আঁটা খাঁচা,
আমাদের ধ্বংস শেষেও রাত্রিনীলে বাঁচা।চলছে চলুক ভুয়ো শহর, নিয়ন আলোর গিমিক...
আমরা গুনেছি এক এক ছোঁয়ায় নীহারিকা
আর তারায় তারায় লক্ষ অ্যাপোক্যালিপ্স।
KAMU SEDANG MEMBACA
এমন একটা গল্প
Puisiএকগুচ্ছ কাব্যে লেখা গল্পকথা, কিংবা শুধুই একটা কবিতার বই। © ঈপ্সিতা মিত্র পুপু