-"চল আমরা এর রহস্য অভিযানে যাই।"নীলা হাসিমুখে সবার দিকে তাকালো।
মীরা বলল,
-"কিন্তু কিভাবে যাব? কোনদিন যাব?নীরা বলল,
-"গত ঘটনাতে নীলা স্বপ্ন দেখছিল বুধবার সকালে। আর ওর স্বপ্ন বাস্তবায়ন হয় বৃহস্পতিবার সকালে। মানে একদিন পর।"এবার মিতুল বলে ওঠে,
-"তার মানে আজকের স্বপ্নটা কালকে পূরণ হবে?"নীরা বলে,
-"হ্যাঁ। মিতুল ঠিক বলেছে।"অরা বলল,
-"তাহলে এখন আমরা কি করবো?"মীরা, অরার কথাকে উপেক্ষা করে বলে,
-"চল তাহলে কালকে সকালে খুনিকে ধরি।"ইরা বলল,
-"এখন ধরার দরকার কি? আগে পর্যবেক্ষণ করি।"ইরার কথার সাথে সবাই সহমত পোষণ করে।
এবার কায়রা বলে,
-"কিন্তু সবার মা- বাবা কি এত সকালে যেতে পারমিশন দিবে? আর কালকে তো স্কুলও আছে।"মীরা বলল,
-"আরে একদিন স্কুলে না গেলে কি এমন হবে?"অরা বলল,
-"কিন্তু বাবা-মাকে কি বলব?"ইরা বলল,
-"এক কাজ করি। বাবা-মাকে বলি, সাইন্স প্রজেক্ট আমরা নাম দিচ্ছি... তাই প্রোজেক্ট বানাতে হবে। আর একারণে কালকে স্কুলে যাব না। আর আসলেও তো আমাদের সামনে সাইন্স ফেয়ার আছে।"নীরা বলে,
-"হ্যাঁ, ইরার কথায় যুক্তি আছে। এটা বলা যায়।"কিন্তু কায়রার মুখ অন্ধকার হয়ে গেল। ও বলল,
-"আমার বাবা-মা মনে হয় না রাজি হবে।"এবার মিতুল, কায়রাকে সান্তনা দিয়ে বললো,
-"চিন্তা করো না আপি। আমি তোমার পারমিশন এনে দিব।"কায়রার মুখে হাসি দেখা গেল। বলল,
-"সত্যি?"
-"হ্যাঁ। কিন্তু একটা শর্তে, আমাকেও তোমাদের সাথে নিতে হবে।"এবার কায়রা ওর বাকি বন্ধুদের দিকে তাকালো।
মীরা বলল,
-"আরে এটা তো খুবই সহজ শর্ত... মিতুল আমাদের সঙ্গে যেতে পারে।"ইরাও বলল,
-"হ্যাঁ। এছাড়া আমাদের সঙ্গে একজন ছেলে থাকা উচিত, গুন্ডার সঙ্গে মারপিট করার জন্য...
আমরা তো আর কারাতে জানিনা।"সবাই ইরার কথায় হেসে উঠলো। কিন্তু মিতুল, ইরার কথায় সন্তুষ্ট হল বলে মনে হলো না।
চলবে...
![](https://img.wattpad.com/cover/227055692-288-k320605.jpg)
YOU ARE READING
দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)
Teen Fictionনীলার পাঠানো মেসেজটা পড়ে থতমত খেয়ে যায় নীরা। জানালা দিয়ে বাইরে তাকায়। কেউ নেই। মাথা ঝিমঝিম করে ওঠে তার। ভাবে তাহলে কি এটা সত্যি যে নীলা ভবিষ্যৎ দেখতে পায় আর যা দেখেই সে নীরাকে মেসেজ পাঠায়। ...