পরদিন শনিবারও নীরাদের স্কুলের সাপ্তাহিক ছুটির দিন। আজকে নীরা ভোর ৬ টার সময় ঘুম থেকে উঠে খবরের কাগজের অপেক্ষায় বসে আছে।
গতকাল টেলিভিশনে এই খবর সম্পর্কে কোন তথ্য প্রকাশিত না হওয়ায় তার উদগ্রীবতা আরো বেশি। অপেক্ষা করতে করতে অবশেষে ৬ টা ৩০ মিনিটে খবরের কাগজ ওর দ্বারপ্রান্তে উপস্থিত হল এবং দ্রুত সে সেটা বাসায় এনে পড়া শুরু করল। এবার ফ্রন্ট পেইজে খুব বড় করে খবরটি ছাপা হয়েছে।
______________________________________
বিভীষিকাময় খুন
বুড়িগঙ্গায় বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার,
ময়নাতদন্ত সম্পন্ন
। গত ২৬শে জুলাই রোজ বৃহস্পতিবার রাতে
। পুলিশের তৎপরতায় উদ্ধারকৃত বস্তাবন্দী
। শিশু শরীফ মিয়ার (০৮) লাশের
। ময়নাতদন্ত গতকাল সন্ধ্যায় সম্পন্ন
। হয়েছে। লাশ ময়নাতদন্তের মাধ্যমে উঠে
। এসেছে এই বিভীষিকাময় হত্যাকাণ্ডের
। রূপের কথা। ময়নাতদন্তের মাধ্যমে জানা
। যায়, খুনি খুব চতুরতার সাথে শিশু শরিফ
। মিয়াকে হত্যা করে, কেননা নিহতের
। শরীরে কোনপ্রকার প্রমাণই পাওয়া সম্ভব
। হয়নি। এছাড়া উল্লেখ করা প্রয়োজন যে,
। নিহত শরীফের শরীরে তার কিডনি এবং
। হৃদপিণ্ড অনুপস্থিত। এ কারণেই তার
। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে সেলাইয়ের
। চিহ্ন, যা দেখে চিকিৎসকেরা সন্দেহ
। করছেন, খুনি কোনো প্রফেশনাল কিলার।
। পুলিশ এখনও এ বিষয়ে তদন্ত করে যাচ্ছে।
। কিন্তু নিহত শরীফ মিয়ার পিতা-মাতার
। এটাই আক্ষেপ যে, তাদের শিশু সন্তান
। কী এমন অপরাধ করল, যার জন্য
। এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার তাকে
। হতে হলো?
।
।_____________________________________নীরা পড়ে পত্রিকাটি রেখে দিল। কী করবে বুঝতে পারল না। তার আসলেই মন খারাপ হতে লাগল। চিন্তা করল এ বিষয়ে তার বন্ধুদের সাথে কথা বলা দরকার।
চলবে...
KAMU SEDANG MEMBACA
দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)
Fiksi Remajaনীলার পাঠানো মেসেজটা পড়ে থতমত খেয়ে যায় নীরা। জানালা দিয়ে বাইরে তাকায়। কেউ নেই। মাথা ঝিমঝিম করে ওঠে তার। ভাবে তাহলে কি এটা সত্যি যে নীলা ভবিষ্যৎ দেখতে পায় আর যা দেখেই সে নীরাকে মেসেজ পাঠায়। ...