১৫. বিভীষিকাময় খুন

222 50 3
                                    

পরদিন শনিবারও নীরাদের স্কুলের সাপ্তাহিক ছুটির দিন। আজকে নীরা ভোর ৬ টার সময় ঘুম থেকে উঠে খবরের কাগজের অপেক্ষায় বসে আছে।

গতকাল টেলিভিশনে এই খবর সম্পর্কে কোন তথ্য প্রকাশিত না হওয়ায় তার উদগ্রীবতা আরো বেশি। অপেক্ষা করতে করতে অবশেষে ৬ টা ৩০ মিনিটে খবরের কাগজ ওর দ্বারপ্রান্তে উপস্থিত হল এবং দ্রুত সে সেটা বাসায় এনে পড়া শুরু করল। এবার ফ্রন্ট পেইজে খুব বড় করে খবরটি ছাপা হয়েছে।

______________________________________

বিভীষিকাময় খুন

বুড়িগঙ্গায় বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার,
ময়নাতদন্ত সম্পন্ন


।      গত ২৬শে জুলাই রোজ বৃহস্পতিবার রাতে 
।      পুলিশের তৎপরতায় উদ্ধারকৃত বস্তাবন্দী
।      শিশু শরীফ মিয়ার (০৮) লাশের
।      ময়নাতদন্ত গতকাল সন্ধ্যায় সম্পন্ন
।      হয়েছে। লাশ ময়নাতদন্তের মাধ্যমে উঠে
।      এসেছে এই বিভীষিকাময় হত্যাকাণ্ডের
।      রূপের কথা। ময়নাতদন্তের মাধ্যমে জানা
।      যায়, খুনি খুব চতুরতার সাথে শিশু শরিফ
।      মিয়াকে হত্যা করে, কেননা নিহতের
।      শরীরে কোনপ্রকার প্রমাণই পাওয়া সম্ভব
।      হয়নি। এছাড়া উল্লেখ করা প্রয়োজন যে,
।      নিহত শরীফের শরীরে তার কিডনি এবং
।      হৃদপিণ্ড অনুপস্থিত। এ কারণেই তার
।      শরীরের বিভিন্ন স্থানে রয়েছে সেলাইয়ের
।      চিহ্ন, যা দেখে চিকিৎসকেরা সন্দেহ
।      করছেন, খুনি কোনো প্রফেশনাল কিলার।
।      পুলিশ এখনও এ বিষয়ে তদন্ত করে যাচ্ছে।
।      কিন্তু নিহত শরীফ মিয়ার পিতা-মাতার
।      এটাই আক্ষেপ যে, তাদের শিশু সন্তান
।      কী এমন অপরাধ করল, যার জন্য
।      এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার তাকে
।      হতে হলো?

।_____________________________________

নীরা পড়ে পত্রিকাটি রেখে দিল। কী করবে বুঝতে পারল না। তার আসলেই মন খারাপ হতে লাগল। চিন্তা করল এ বিষয়ে তার বন্ধুদের সাথে কথা বলা দরকার।

চলবে...




দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)Tempat cerita menjadi hidup. Temukan sekarang