৩৫.প্রকাশ

144 39 81
                                    


নিকিতা পার্কারের বাড়ির গেটের থেকে কিছুটা পিছনে দাঁড়িয়ে নীরা সবাইকে বলল,
-"বন্ধুরা তোমরা ছাতা বের করো। যদি জানালা দিয়ে তিনি দেখে ফেলেন তাহলে ঝামেলা হয়ে যাবে।"

অরা খানিকটা রাগান্বিত স্বরে বলল,
-"উফ্, তুই শুধু শুধুই তাকে সন্দেহ করছিস....উনি নির্দোষ।"

-" আচ্ছা ঠিকাছে, মানলাম তিনি নির্দোষ। তাও সতর্ক হতে তো দোষ নেই।" নীরা শান্ত গলায় বলল।

__________________________________

অতঃপর তারা ছাতা হাতে একে একে নিকিতা পার্কারের গেটের সামনে দিয়ে , এক এক পা করে এগোতে লাগলো।

আর ঠিক পঞ্চাশ পা এগিয়ে তারা সামনের দিকে তাকালো এবং সাথে সাথে দেখলো একটা বৈদ্যুতিক পিলার।

তারপর নীলার কথা অনুসারে তারা কালো রঙের কাগজের সন্ধান করতে লাগলো। কিন্তু তারা তা পিলারের গায়ে সাঁটা অবস্থায় পেলো না। বরংচ সেখানে লেগে রয়েছে হরেক রঙের, হরেক কোচিং সেন্টারের অ্যাড।

তখন অরা বলল,
-" বলেছিলাম না, বৃদ্ধা নির্দোষ।"

এবার নীরা রেগে বলল,
-" তাহলে নীলা কই গেলো?"

-" হয়তো ও কিডন্যাপ হয়েছে। এক্ষেত্রে ওর মা - বাবাকে জানানো উচিত।"

নীরা আর কিছু না বলে আবার পিলারের গায়ে চোখ বোলাতে লাগলো। আর ঠিক তখন ওর চোখ আটকে গেলো সাদা রঙের একটা কাগজের দিকে। সেখানে লেখা -

পড়াতে চাই
বাসায় গিয়ে পড়ানো হয়
গৃহশিক্ষক/শিক্ষিকা নিয়োগ করতে
চাইলে যোগাযোগ করুন
- - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - -

নীরা সেই কাগজে হাত রেখে বলল,
-" এই লেখাটা চেনা চেনা লাগছে। কোথায় যেনো দেখেছি।"

সবাই সাথে সাথে সেদিকে তাকালো। এমন সময় মিতুল বলল,
-" আরে এটাতো দাদুর হাতের লেখা।"
তারপর ও পকেট থেকে বের করলো সেই ছোট কাগজ যেখানে বৃদ্ধা তার মোবাইল নাম্বার লিখে দিয়েছিলেন।

অতঃপর সেটার সাথে লেখা মিলিয়ে ইরা বলল,
-"হ্যাঁ, এটা নিকিতা পার্কারের ই লিখা। কিন্তু সে এটা এখানে সেঁটেছে কেন?".

নীরা ঈষৎ হেসে বলল,
-" এটা বুঝতে পারছিস না?"
তারপর ও সাদা কাগজটা ধরে টান মারলো এবং কাগজটা পিলারের গা থেকে উঠে এলো। আর তার নীচ থেকে বেরিয়ে এলো ঝকঝকে একটা কালো কাগজ, যার উপর লেখা -

' লাইফ কোচিং '

সবাই বিষ্ময়ের সাথে হা করে তাকিয়ে রইল।


চলবে...

দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)Où les histoires vivent. Découvrez maintenant