৪. বন্ধুত্ব

364 67 47
                                    

ছুটির ঘন্টা বাজার সাথে সাথেই সবার মধ্যে একটা তাড়া থাকে বাসায় ফেরার, শুধু এই পাঁচ বন্ধুর ছাড়া। এরা ছুটির পরেই এদের সব রকম গল্প শুরু করে। তাদের গল্পের মাঝেই হঠাৎ ক্লাসের নতুন মেয়ে নীলা আসলো। সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো।

কায়রা বলল,
-"আরে নীলা, কিছু বলবে?"

নীলা মাথা নাড়লো। তারপর বলল,
-"তোমাদের ধন্যবাদ।"

ইরা বলল,
-"কিসের জন্য?"

নীলা বললো,
-"টিফিন টাইমে যা হয়েছে তার জন্য।"

মীরা বলল,
-"আরে এ জন্য ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি নতুন এসেছ। তোমার প্রতি এটা আমাদের কর্তব্য ছিল।"

মেয়েটা কি বলবে ভেবে পেল না।

তারপর নীরা বললো,
-"তোমার কি কারো সাথে বন্ধুত্ব হয়েছে?"
-"নাহ!" হতাশভঙ্গিতে নীলা বলল।

তখন নীরা বলল,
-"তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড।"

মেয়েটি প্রবল বিস্ময় প্রকাশ করে বলল,
-"সত্যি!"

নীরা মাথা নাড়লো।

---------------------------------

-"তুই এটা কি করলি?"বাসায় ফিরার পথে ক্ষুব্ধস্বরে মীরা জিজ্ঞেস করল।

অবাক হয়ে নীরা বলল,
-"কী করলাম?"

হতাশভঙ্গিতে অরা বলল,
-"তুই এখনও বুঝিস নাই তুই কী করছিস?"
-"না।"
-"ইরা তুই ওকে বুঝা।"কায়রার মুখে উত্তাপ।

তারপর ইরা বলল,
-"তুই কেন ঐ নতুন মেয়েটাকে আমাদের গ্রুপে ঢুকালি?
-"কেন,তাতে কী হইছে?"
-"তাতে কিছুই হয় নাই। কিন্তু অনেক কিছুই হইছে।"
-"মানে?"
-"ঐ মেয়েটা নতুন আসছে। এখনও জানি না মেয়েটা কে, তার স্বভাব কেমন। তার সাথে আমাদের মিল হবে কি না। তুই তার আগেই ও-র সাথে ফ্রেন্ডশিপ করে বসে আছিস। তারপর ও-ই যদি আমাদের গ্রুপের ভাঙন ধরায় তখন কী হবে?"
-"আরে ধুর, এত চিন্তা করতেছিস কেন?"
-"কেন এটা বুঝি চিন্তার বিষয় না?"চেঁচিয়ে উঠলো মীরা।

ওদের অবস্থা দেখে হেসে ফেললো নীরা।
অরা বলল,
-"এই তুই আবার হাসতেছিস কেন? নাহ! এদের আজকে আসতে বলাটাই ভুল হইছে।"

এবার মীরা বলল,
-"এহ! তুই আসতে নিষেধ করলে মনে হয় আমরা কেউ আসতাম না। গাধা কোথাকার।"
-"কাকে গাধা বললি? তুই নিজে কী?"

নীরা ধমক দিয়ে বলল,
-"এই তোরা থামবি। আমাকে তো কথাই বলতে দিচ্ছিস না।"

-"বল, তুই কি বলবি।" কায়রা বলল।

নীরা বলা শুরু করলো,
-"আসলে নীলাকে দেখে আমার নিজেরই কষ্ট লাগছিল। মেয়েটা নতুন আসছে আর ফার্স্ট ক্লাসেই ওর সাথে যেমন আচরণ হলো, এখন আমরা যদি ওর সাথে বন্ধুত্ব না করতাম তাহলে কি ওর আর স্কুলে আসতে ইচ্ছে করতো।"

-" তুই বলতে চাচ্ছিস আমাদের সাথে বন্ধুত্ব হলেই মানুষের স্কুলে আসতে ইচ্ছে করবে?" বিদ্রুপের সাথে অরা বলল।

-" উঃ! তুই বেশি কথা বলিস। আমি মোটেও তা বুঝাই নি। আমাদের সাথে বন্ধুত্ব হওয়াতে ও আমাদের উপর ভরসা রাখতে পারবে, এটাই বোঝাতে চাচ্ছি।

-" ভরসা রেখে ও কী করবে?" কায়রার তাৎক্ষণিক প্রশ্ন।

-"আহ! এদের সাথে আমি থাকতে পারলাম না।"
বলেই নীরা হাঁটা শুরু করে।

-"এই দাঁড়া দাঁড়া, তাহলে আমাদের গ্রুপের কী হবে? ও কি আমাদের নতুন মেম্বার।

নীরা হাঁটা থামিয়ে বলল,
-"আমি বলি নাই ও আমাদের নতুন মেম্বার। শুধু আমাদের ফ্রেন্ড হয়ে কয়েক দিন থাকুক। তারপর ওর নিজেরই অনেক ফ্রেন্ড হবে।"

অরা বলল,
-"ওহ! এই সামান্য কথাটুকু আগে বললেই হতো।এত কথা বাড়ানোর দরকার কী ছিল?"

-"দরকারই তো ছিল। নাহলে তোর মতো গাধা কী কিছু বুঝতো?"মীরা ধমকের সুরে বলল।

-"এই তুই আবার আমাকে গাধা বললি?"বলেই অরা, মীরার চুল ধরে টান দিল।

-"তোর এত বড় সাহস। তুই আমার চুল ধরে টানিস। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা।"
বলেই তারা মারামারি শুরু করে দিল।

-"এইতো আবার শুরু হয়ে গেল। এই দেখিস, তোরা আবার ম্যানহোলে পড়ে যাস না। তাহলে কিন্তু তোদের কেউ উঠাতে পারবে না। যা ভারী তোরা।"
বলেই কায়রা দৌড় দিল।

ওর কথা শুনে নীরা আর ইরা হাসতে লাগল। কিন্তু মীরা আর অরার চোখে দেখা গেল হিংস্র দৃষ্টি।

     
চলবে...

দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)Tempat cerita menjadi hidup. Temukan sekarang