একটা সময় নীরা থেমে যায়। তারপর খেয়াল করে পিছে তার অন্য বন্ধুরাও এসে পড়েছে।
নীরা বলে,
-"আমার মনে হয় একটু বেশিই বলে ফেলেছি।"অরা বলে,
-"আমারও তাই মনে হয়।"কায়রা বলল,
-"কিন্তু আমরা তো মজা করছিলাম!"মীরা বলল,
-"আচ্ছা মেয়েটা যা বলতেছিল তা কি তোদের ঠিক বলে মনে হয়?"সবাই একসাথে না বলে।
মীরা বলল,
-"তাহলে, ওই মেয়েটাই তো আমাদের সাথে মজা করছে।"অরা বলল,
-"হ্যাঁ, সেটাইতো। আমাদের তো এখানে কোন দোষ নাই।"ইরা, নীরার দিকে তাকিয়ে বলল,
-"এই সব দোষ তোর। তুই ওর সাথে কেন এত আগ বাড়ায় বন্ধুত্ব করতে গেছিস?"নীরা অবাক হয়ে বলে,
-"আমি আবার কি করলাম?আজকে যা ঘটলো তার সাথে আমার আর ওর বন্ধুত্ব হওয়ার কি সম্পর্ক?"মীরা বলল,
-"ওই মেয়ের সাথে কথাই বলা ভুল হইছে। তুই আজকে ওকে আমাদের সাথে কেন বসাইছিস?"অরা বলল,
-"হ্যাঁ, আমরা আজকে মজাও করতে পারি নাই।"কায়রা বলল,
-"তুই কি আমাদের ফ্রেন্ডশিপের ভাঙ্গন ঘটাতে চাস?"ওদের কথা শুনে নীরা হতবিহবল হয়ে বলে,
-"বাহ! এখন সব দোষ আমার। সবকিছু আমার জন্য হইছে। ঠিক আছে আমি যেহেতু এতই খারাপ, আমি যেহেতু তোদের ফ্রেন্ডশিপের ভাঙন ঘটাতে চাই ওই মেয়েকে দিয়ে। তাহলে এক কাজ করি, আমিই গ্রুপ থেকে চলে যাই। তোরা চারজন ঠিক থাক। তাহলে আমার জন্য তোদের আর মজা করা থেকে বিরত থাকতে হবে না। আর তোদের ফ্রেন্ডশিপ ভাঙনের ভয়ও পেতে হবে না।"
বলেই নীরা চলে যায়।আর অবাক হয়ে দাঁড়িয়ে থাকে বাকি চারজন।
চলবে...
VOUS LISEZ
দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)
Roman pour Adolescentsনীলার পাঠানো মেসেজটা পড়ে থতমত খেয়ে যায় নীরা। জানালা দিয়ে বাইরে তাকায়। কেউ নেই। মাথা ঝিমঝিম করে ওঠে তার। ভাবে তাহলে কি এটা সত্যি যে নীলা ভবিষ্যৎ দেখতে পায় আর যা দেখেই সে নীরাকে মেসেজ পাঠায়। ...