২১. আগন্তুক

185 48 11
                                    


-"এই যে খুকীরা, তোমরা এখানে কী করছো?"

একজন মহিলার কণ্ঠস্বর শুনে ওরা পিছনে ঘুরে তাকাল। দেখল অতি সুদর্শন, ফর্সা একজন বিদেশিনী। বাঙালি সাধারণ মহিলাদের মত স্যালোয়ার-কামিজ পরনে। সম্ভবত তিনি কম বয়সে অনেক লম্বা ছিলেন। কিন্তু এখন বয়সের ভাড়ে খানিকটা নুয়ে গেছেন। চামড়া হাড়ের সাথে প্রায় লেগে গেছে। আর তার চোখে এক ধরনের মায়া রয়েছে, যা উপস্থিত সকলকেই আকর্ষিত করছে। তিনি ওদের দিকে তাকিয়ে হাসছেন।

ছয় বন্ধু ওনার নীল চোখের দিকে মোহের মতো তাকিয়ে আছে এবং হঠাৎ তাদের মোহ ভাঙলো মিতুলের কথায়।

-"দাদু, আপনি মনে হয় ভুল করছেন। এখানে শুধু খুকি নেই, খোকাও আছে।"

এবার বিদেশি মহিলাটি হেসে দিলেন। মিতুল কে কাছে টেনে বললেন,
-"আরে আরে তাইতো... আমি তো খেয়ালই করিনি। আসলে বয়স হয়েছে তো, চোখে ঠিকমতো দেখিনা।"বলেই আবার তিনি হেসে দিলেন।

ইরা তোতলাতে তোতলাতে বললো,
-"আপনি বাংলায়...কথা... বলছেন কিভাবে?"

বৃদ্ধ মহিলাটি তার মুখের হাসিটি ধরে রেখে বললেন,
-"পঁচিশ বছরে একটা দেশে থাকলে যেমন হয়।"

নিরা বিস্ময়ের সাথে বলল,
-"আপনি ২৫ বছর ধরে এদেশে থাকছেন!"

তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন,
-'তারও বেশি হতে পারে... জানিনা। তোমাদের সবই বলবো। শুনবে আমার কথা?"

সবাই একসাথে মাথা নাড়লো।

তিনি খুশি হয়ে বললেন,
-"কেউ কখনো আমার কথা শুনতে চায় না। তোমরা শুনতে চাইলে, আমরা শুনে ভালো লাগলো। কিন্তু তোমারা স্কুলে যাবে না? আজ তো রবিবার..."

অরা কিছু একটা বলতে যাচ্ছিল। মীরা ওকে থামিয়ে গলা পরিষ্কার করে বলল,
-"আমরা ডে-শিফটে পড়ি। আমাদের বেলা ১:০০টায় ক্লাস শুরু হয়।"

সবাই মনে মনে মীরার বুদ্ধির প্রশংসা করল।

বৃদ্ধ বিদেশি মহিলা বললেন,
-"তাহলে আমার বাসায় চল। তোমাদের গরম গরম চা খাওয়াব। আর আমার গল্প বলব। তোমাদের গল্পও শুনবো।"

সবাই হাসিমুখে একসাথে মাথা নাড়লো।

চলবে...

দ্য এরা অফ্ লারা'স (𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 ✔︎)Onde histórias criam vida. Descubra agora